প্রথম নিউজ, অনলাইন: অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বাংলাদেশের প্রত্যেকটি ঐতিহাসিক পটপরিবর্তন এবং জনগণকে আশা দেখানোর সাথে এদেশে তরুণদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। যার বাস্তব উদাহরণ জুলাই গণঅভ্যুত্থান। তরুণরাই নতুন বাংলাদেশ গড়ার মূল চালিকাশক্তি।
মঙ্গলবার (২০ মে) যুব সম্প্রদায়ের জন্য সরকার কর্তৃক গৃহীত ও গৃহীতব্য কার্যক্রম সম্পর্কে অবহিতকরণের লক্ষ্যে নতুন আঙ্গিকে ৭০০ (সাত শত) জন যুব ও যুবনারীর অংশগ্রহণে সাভারের জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে দিনব্যাপী 'যুব সমাবেশ ২০২৫' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।
এ সময় উপদেষ্টা বলেন, বাংলাদেশের তরুণদের বড় অংশকে প্রকৃত অর্থে কাজে লাগিয়ে দেশের সফলতা অর্জন সম্ভব বলে আমরা বিশ্বাস করি। তাই জুলাই অভ্যুত্থানে যেভাবে সবার সক্রিয় অংশগ্রহণ ছিল, দেশের অর্থনৈতিক উন্নয়নেও সবাইকে সেভাবে এগিয়ে আসতে হবে।
উপদেষ্টা আরও বলেন, সরকার তরুণদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি এই আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে তরুণরাই সবচেয়ে বেশি সহযোগী ভূমিকা পালন করবে। সে জায়গায় তরুণদের নীতিনির্ধারণী পর্যায় থেকে শুরু করে সকল কার্যক্রমে সম্পৃক্ত করা হচ্ছে। যুব উন্নয়ন ইনস্টিটিউটের প্রশিক্ষণগুলোকে আরও যুগোপযোগী করে তোলা এবং বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে নিজেদেরকে প্রস্তুত করার মতো প্রশিক্ষণ মডিউল প্রণয়ন করা হচ্ছে। নতুন নতুন প্রযুক্তিনির্ভর প্রকল্প হাতে নেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, যুব উন্নয়ন নীতিমালা পর্যালোচনার কাজে হাত দেওয়া হয়েছে। এই নীতিমালাকে সময়ের চাহিদা অনুযায়ী গড়ে তুলতে কাজ করা হচ্ছে এবং কর্মসংস্থানমুখী প্রশিক্ষণের দিকে মনোনিবেশ করা হয়েছে। নতুন উদ্যোক্তা তৈরিতে যেকোনো ধরনের নীতিগত সহযোগিতা, ঋণ সহায়তা কিংবা প্রণোদনা প্রদানে মন্ত্রণালয় সচেষ্ট রয়েছে।
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক বশিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক গাজী মো. সাইফুজ্জামান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব কাজী মোশতাক জহিরসহ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।
উল্লেখ্য, বাংলাদেশের সম্ভাবনাময় জনগোষ্ঠী যুব ও যুব নারীদের সময়োপযোগী প্রশিক্ষণ ও উদ্বুদ্ধকরণের মাধ্যমে আত্মকর্মসংস্থান এবং উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ এবং দেশের সার্বিক উন্নয়ন ও গঠনমূলক কর্মকাণ্ডে বৃহত্তর পরিসরে নিয়োজিত করার জন্য গবেষণা, উচ্চশিক্ষা ও প্রশিক্ষণ প্রদানের উদ্দেশ্যে ২০১৮ সালে আইনের মাধ্যমে "জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট" প্রতিষ্ঠিত হয়।
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের প্রশিক্ষণ সম্পর্কে যুব ও যুব নারীদের অবহিতকরণ, প্রশিক্ষিত যুব ও যুব নারী এবং যুব উদ্যোক্তাগণের সাথে মেলাবন্ধন সৃষ্টি ও যুবদের জন্য রাষ্ট্রের গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবহিতকরণের উদ্দেশ্যে প্রতিবছর জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট যুব সমাবেশ পালন করে আসছে।