সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদ আইসিইউতে
আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবার
প্রথম নিউজ, ঢাকা: একুশে পদকপ্রাপ্ত সিনিয়র সাংবাদিক এবং দি ফিন্যান্সিয়াল হেরাল্ড-এর সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ (৭৬) করোনাক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন। সম্প্রতি করোনায় আক্রান্ত হওয়ার পর প্রাথমিকভাবে তিনি বাসায় চিকিৎসা নেন। তবে অবস্থার অবনতি ঘটলে ১৬ই ডিসেম্বর রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাকে শতভাগ অক্সিজেন দিতে হচ্ছে। এ পরিস্থিতিতে পিতার আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার একমাত্র ছেলে বিশ্ব ব্যাংকের সাবেক কর্মকর্তা ও পলিসি একচেঞ্জ’র চেয়ারম্যান মাশরুর রিয়াজ ও তার পরিবার।
দি ফিন্যান্সিয়াল এক্সপ্রেস এবং দি নিউজ টুডে পত্রিকার প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন রিয়াজউদ্দিন আহমেদ। এ ছাড়া তিনি জাতীয় প্রেস ক্লাবের চারবারের নির্বাচিত প্রেসিডেন্ট এবং অবিভক্ত ঢাকা সাংবাদিক ইউনিয়নের সেক্রেটারি এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ছিলেন। সাংবাদিকতায় গৌরবময় অবদানের জন্য রিয়াজউদ্দিন আহমেদ ১৯৯৩ সালে একুশে পদক লাভ করেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: