মাত্র ৩০ টাকার জন্য বন্ধুর হাতে বন্ধু খুন

প্রথম নিউজ, অনলাইন: মাত্র ৩০ টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে রাজধানীর মতিঝিলে হত্যাকাণ্ডের ঘটনায় আসামি রাকিবকে (১৯) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ মে) রাত ১টা ২০ মিনিটের দিকে মতিঝিল আইডিয়াল স্কুলের পাশে পীর জঙ্গি মাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, মো. মমিন (২০) ও রাকিব (১৯) দুই বন্ধু। রাকিব পরিচ্ছন্নতাকর্মী ও মমিন একটি দোকানের কর্মচারী। গত ১২ মে সন্ধ্যায় রাকিব, মমিন ও আরেক বন্ধু আলামিন তিনজন মিলে এজিবি কলোনি ও আল হেলাল জোনের আম গাছ থেকে আম পেড়ে এজিবি কলোনি কাঁচা বাজারে ৩৯০ টাকায় বিক্রি করে। তিন ভাগের একভাগ ১৩০ টাকা আলামিনকে দিয়ে দিলে আলামিন চলে যায়। অবশিষ্ট ২৬০ টাকার মধ্যে থেকে রাকিব ৮০ টাকা খরচ করে ফেলে। একই তারিখ রাত ৯টার দিকে মতিঝিল পোস্টাল অফিসার্স কলোনির সামনে ময়লার ডাস্টবিনের পাশে রাকিব মমিনকে আম বিক্রির ১০০ টাকা দেয়। ১০০ টাকা পেয়ে মমিন আরও ৩০ টাকা দাবি করলে রাকিব ও মমিনের মধ্যে বাকবিতণ্ডা হয়।
ডিসি তালেবুর রহমান আরও বলেন, বাকবিতণ্ডা শেষে দুজন বাড়ি চলে যায়। পরবর্তীতে ১৩ মে সকাল ১০টায় মতিঝিল পোস্টাল অফিসার্স কোয়ার্টারের সামনে ময়লার ডাস্টবিনের পাশে দুজনের দেখা হলে আবার তাদের মধ্যে ওই টাকা নিয়ে তর্ক হয়। তর্কের এক পর্যায়ে রাকিব মমিনকে থাপ্পড় দেয়। এতে ক্ষুব্ধ হয়ে মমিন রাকিবকে ইট দিয়ে আঘাত করার প্রস্তুতি নিলে রাকিব তার হাতে থাকা আম কাটার ছুরি দিয়ে মমিনের গলার নিচে ডান পাশে আঘাত করে। এতে মমিন মাটিতে পড়ে গেলে রাকিব রিকশাযোগে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
মামলার পরিপ্রেক্ষিতে মতিঝিল থানা পুলিশের একটি টিম তথ্য-প্রযুক্তির সহায়তায় ২০ মে রাত ১টা ২০ মিনিটের দিকে রাকিব হোসেনকে গ্রেফতার করে।
আসামি রাকিবকে আদালতে সোপর্দ করা হলে সে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।