বাবা হলেন নায়ক সিয়াম

 বাবা হলেন নায়ক সিয়াম

প্রথম নিউজ, ডেস্ক : বাবা হয়েছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। রাজধানীর একটি বেসরকারি হাসপাতলে স্ত্রী শাম্মা রুশাফি অবন্তী আজ মঙ্গলবার দুপুরে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন।

জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন সিয়াম আহমেদ নিজেই। তিনি বলেন, আলহামদুলিল্লাহ! দুজনই সুস্থ আছে। সবার কাছে দোয়া চাই।

গত বছরের ডিসেম্বরে স্ত্রী শাম্মা রুশাফি অবন্তীর পেটে চুম্বনরত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে বাবা হচ্ছেন সে সুখবর জানান নায়ক।

প্রায় ১০ বছর প্রেম করে ২০১৮ সালের ১৬ ডিসেম্বর দুই পরিবারের সম্মতিতে জমকালো আয়োজনে বিয়ে করেন সিয়াম ও অবন্তী। সিনেমায় নিয়মিত অভিনয় করছেন সিয়াম।

এবার ঈদে মুক্তি পাচ্ছে তার অভিনীত ‘শান’ সিনেমা। সিয়ামের স্ত্রী অবন্তী একটি ই-কমার্স প্রতিষ্ঠানের মিডিয়া কমিউনিকেশন বিভাগে কর্মরত আছেন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom