পরিচয় জানা গেলো মিমের হবু স্বামীর

প্রথম নিউজ, ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। গতকাল জন্মদিনের সন্ধ্যায় বাগদানের খবর জানিয়ে সবাইকে চমকে দেন। তাৎক্ষণিকভাবে মিমের সহকারী জানিয়েছিলেন, এ নায়িকার হবু স্বামীর নাম সনি পোদ্দার। তখন এর থেকে আর বেশি তথ্য জানা যায় নি। তবে এবার মিমের পারিবারিক সূত্র থেকে জানা গেলো স্বামীর পরিচয়।
রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে পারিবারিক আয়োজনে বাগদান সেরেছেন নায়িকা। পাত্রের বাড়ি কুমিল্লা, পেশায় তিনি ব্যাংকার। বর্তমানে সিটি ব্যাংকে কর্মরত।
ছয় বছর আগে এক বান্ধবীর মাধ্যমে সনি ও মিমের পরিচয়। তারপর প্রেম। সবশেষ বিদ্যা সিনহা মিম অভিনীত মুক্তি পাওয়া সিনেমা ‘সাপলুডু’। মুক্তির অপেক্ষায় আছে ‘পরাণ’ শিরোনামের একটি সিনেমা। এ ছাড়া ‘ইত্তেফাক’, ‘অন্তর্জাল’ ও ‘দামাল’ সিনেমার শুটিং চলছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: