মুক্তির আগেই অক্ষয়ের সিনেমার আয় ১৩৫ কোটি রুপি

লক্ষ্মী’ এবং ‘আতরঙ্গি রে’র পর অক্ষয় কুমারের আরেকটি সিনেমা আসছ

 মুক্তির আগেই অক্ষয়ের সিনেমার আয় ১৩৫ কোটি রুপি
মুক্তির আগেই অক্ষয়ের সিনেমার আয় ১৩৫ কোটি রুপি -প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : ‘লক্ষ্মী’ এবং ‘আতরঙ্গি রে’র পর অক্ষয় কুমারের আরেকটি সিনেমা আসছ। নাম ‘মিশন সিন্ডারেলা’। এবার এ সিনেমাটি সরাসরি ডিজিটাল প্ল্যাটফর্মে দেখা যাবে। রঞ্জিত তিওয়ারি পরিচালিত তার আসন্ন থ্রিলার ‘মিশন সিন্ডারেলা’ ডিজনি+হটস্টারে প্রিমিয়ার দেখতে পাবেন।

সিনেমাটি ১৩৫ কোটি রুপিতে হটস্টার কিনে নিয়েছে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ‘মিশন সিন্ডারেলা’র সঙ্গে এই চুক্তিতে প্রযোজকদের আনুমানিক ২০ কোটি টাকা লাভ হয়েছে।

সিনেমাটি এবছর ঈদে মুক্তি পাবে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom