শেষ হলো ১৫তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব
‘ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন’- স্লোগানে শুরু হয়েছিল ৭দিন ব্যাপী ১৫তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব বাংলাদেশ-২০২২

প্রথম নিউজ, ডেস্ক : ‘ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন’- স্লোগানে শুরু হয়েছিল ৭দিন ব্যাপী ১৫তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব বাংলাদেশ-২০২২। চিলড্রেন’স ফিল্ম সোসাইটি বাংলাদেশের আয়োজনে ৫ মার্চ শনিবার থেকে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে শুরু হয় এটি। উৎসবটি শেষ হলো গতকাল ১১ মার্চ।
কাল সকাল ১১টায় চলচ্চিত্র দেখতে আসেন শিশু-কিশোর, অভিভাবকসহ সববয়সী মানুষ। বিকাল ৪টায় বাংলাদেশ ফিল্ম আর্কাইভের প্রজেকশন হলে উৎসবের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এবার ৪টি প্রতিযোগিতা বিভাগে পুরষ্কার পায় ৯টি চলচ্চিত্র। বাংলাদেশি শিশু চলচ্চিত্র নির্মাতা বিভাগে ৩টি, আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র নির্মাতা বিভাগে ১টি, বাংলাদেশি তরুণ চলচ্চিত্র নির্মাতা বিভাগে ২টি ও আন্তর্জাতিক শিশুতোষ চলচ্চিত্র বিভাগে ৩টি চলচ্চিত্র পুরষ্কার পায়। পুরষ্কার হিসেবে ছিল ক্রেস্ট, সনদ ও আর্থিক প্রণোদনা।
সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিজয়ী ক্ষুদে চলচ্চিত্র নির্মাতাদের হাতে পুরষ্কার তুলে দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব খাইরুল আমীন। বাংলাদেশ ফিল্ম আর্কাইভ এর মহাপরিচালক মো. নিজামূল কবীর, পরিচালক ও প্রকল্প পরিচালক ড. মো. মোফাকখারুল ইকবাল, চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী, নির্মাতা রাকা নওশিন নাওয়ার এবং চিলড্রেন’স ফিল্ম সোসাইটি বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা মোরশেদুল ইসলাম, সাধারণ সম্পাদক মুনিরা মোরশেদ মুন্নী।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews