সংকটাপন্ন সংগীতশিল্পী শারমিনের অবস্থা
প্রথম নিউজ, ডেস্ক : সংগীত প্রতিযোগিতা ‘চ্যানেল আই বাংলার গান-২০১৬’-এর চ্যাম্পিয়ন শারমিন আক্তার গুরুতর অসুস্থ। থাইরয়েডের সমস্যা থেকে তার শরীরে বাসা বেঁধেছে নানা জটিলতা। ক্রমশ তার অবস্থা সংকটাপন্ন হচ্ছে বলে জানা গেছে। শারমিনের বাবা বাউল শিল্পী হুমায়ুন কবির বলেন, আমার আর কোনো চাওয়া নেই। শুধু চাই আমার মেয়েটা গানের মধ্যে বেঁচে থাকুক। সে আজ ১৫ দিন ধরে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। চিকিৎসকরা জানিয়েছেন শারমিনের অবস্থা আর একটু অবনতি হলেই তাকে ফেরানো সম্ভব হবে না। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন শারমিন।
এর আগে দুইদিন রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। মূলত জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। তবে অবস্থার উন্নতি না হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। শারমিনের বাবা বলেন, শারমিনের রক্তের সেল নষ্ট হচ্ছে। তার শরীরে নতুন করে রক্ত উৎপাদন হচ্ছে না। আগামী দুইদিন যদি শারমিনের অবস্থার কোনো উন্নতি না হয় তাহলে তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়া জরুরি। তবে এ জন্য যে পরিমাণ অর্থের দরকার তা তার কাছে নেই। তবে এ ক্ষেত্রে কেউ যদি সাহায্যের জন্য এগিয়ে আসেন সেটা তিনি সাদরে গ্রহণ করবেন বলে জানান। একইসঙ্গে মেয়ের জন্য দোয়া চেয়েছেন সবার কাছে। শারমিনের জন্ম ও বেড়ে ওঠা ময়মনসিংহের নান্দাইল উপজেলায়। শারমিনের দাদা গান গাইতেন। বাবাও গান গাওয়ার পাশাপাশি গান লেখেন, সুর করেন। বাবা-দাদার পথ ধরেই লোকগান করেন শারমিন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: