সারাদেশ আপনার পাশে’, শাহরুখকে চিঠিতে রাহুল

প্রথম নিউজ, ডেস্ক : মাদককাণ্ডে শাহরুখ খানের ছেলে আরিয়ানের গ্রেফতারের পেছনে অনেকেই ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। এর নেপথ্যে গভীর রাজনৈতিক ষড়যন্ত্রের অংক দেখছেন শাহরুখ ভক্তদের একটি অংশ। বিজেপিবিরোধী একাধিক রাজনৈতিক দলও আরিয়ানের গ্রেফতার নিয়ে সরব ছিলেন।
প্রকাশ্যে না হলেও সেই তালিকায় নাম লিখিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। আরিয়ান জেলে থাকাকালীন নীরবে চিঠি লিখে কিং খানের পাশে থাকার বার্তা দিয়েছিলেন এই কংগ্রেস নেতা।
আরিয়ান খানের গ্রেফতার নিয়ে এতদিন প্রকাশ্যে সরব ছিলেন কংগ্রেসের দুই জোটসঙ্গী এনসিপি ও শিব সেনা। মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক বারবার আরিয়ানের গ্রেফতারের নেপথ্যে এনসিপি কর্মকর্তা সমীর ওয়াংখেড়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। মহারাষ্ট্রের শিব সেনা সরকার আবার সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে তদন্তও শুরু করেছে।
সেই তুলনায় এতদিন নীরব ছিল কংগ্রেস। কিন্তু রাহুল গান্ধী শাহরুখের পাশে দাঁড়ান নীরবে। শাহরুখ ও গৌরীকে লেখা চিঠিতে তিনি জানিয়েছিলেন, ‘সারাদেশ আপনার পাশে আছে।’
সূত্রের খবর, গত ১৪ অক্টোবর রাহুলের লেখা চিঠি পৌঁছায় মান্নতে। চিঠিতে কংগ্রেস নেতা লেখেন, ‘আরিয়ানের সঙ্গে যে ব্যবহার করা হচ্ছে, তাতে আমি দুঃখিত। কোনো বাচ্চার সঙ্গে এ ধরনের আচরণ কাম্য নয়।’
তিনি আরও বলেন, ‘আমি দেখেছি, আপনি কীভাবে মানুষের উপকার করেন। আমি নিশ্চিত তাদের প্রার্থনা আপনার সঙ্গে আছে। সারাদেশ আপনাদের পাশে আছে।’
গত ৩ অক্টোবর মাদককাণ্ডে গ্রেফতার হন আরিয়ান। ২৮ অক্টোবর বম্বে হাইকোর্ট আরিয়ানের জামিন মঞ্জুর করেন। জামিনের নথি পৌঁছাতে দেরি হওয়ায় ৩০ অক্টোবর জেল থেকে মুক্তি পান শাহরুখপুত্র।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: