চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দিঘীর আজ জন্মদিন
জন্মদিনে একদিনের ছুটিতে ঘুরে বেড়াচ্ছেন দিঘী
প্রথম নিউজ, ডেস্ক : চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দিঘী। আজ শোবিজ জগতের এই প্রিয়মুখের জন্মদিন। বিশেষ দিনটিতে নিজের মতো করে সময় কাটাতে পছন্দ করেন দীঘি। থাকতে চান ছুটির মুডে। তবে বর্তমানে তিনি সরকারি অনুদানের 'শ্রাবণ জ্যোৎস্নায়' সিনেমার শুটিং নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। আজ বিকেলে মুঠোফোনে দীঘি মানবজমিনকে জানালেন, বরাবরের মতো এবারের জন্মদিনেও নিজের মতো করে সময় কাটাচ্ছেন। জন্মদিনের জন্য একদিনের ছুটি চেয়ে নিয়েছেন 'শ্রাবণ জ্যোৎস্নায়' সিনেমার পরিচালক আবদুস সামাদ খোকনের কাছ থেকে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই নায়িকা বলেন, আজকে আমার ছুটির দিন।
আনন্দের। নিজের মতো করে সময় কাটাচ্ছি। ঘনিষ্টজনদের নিয়ে এখন একটু বাইরে ঘুরতে বেড়েয়েছি। জন্মদিনের প্রথম প্রহর থেকেই বিভিন্ন মাধ্যমে শুভেচ্ছা পেয়ে যাচ্ছেন দীঘি। সবার এমন ভালোবাসায় আপ্লুত বলেও উল্লেখ করেন দীঘি। তিনি বলেন, ভালোবাসা ছাড়া জীবনে কিছু চাই না। জন্মদিনে যারা শুভেচ্ছা জানাচ্ছেন তাদের প্রতি অনেক ভালোবাসা, কৃতজ্ঞতা। আমার জন্য সবাই দোয়া করবেন। ২০০৬ সালে দীঘি প্রথম অভিনয় করেন ‘কাবুলিওয়ালা’ সিনেমায়। সেবারই শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ওঠে তার হাতে। এরপর ‘চাচ্চু আমার চাচ্চু’, ‘এক টাকার বউ’ সিনেমা দু’টিতেও দীঘি অর্জন করেন জাতীয় পুরস্কার। নায়িকা হিসেবে তার প্রথম সিনেমা 'তুমি আছো তুমি নেই'।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: