Ad0111

 দেড়শো থেকে ৫০০ কোটির ছবিতে অভিনয় করছেন কারা

 দেড়শো থেকে ৫০০ কোটির ছবিতে অভিনয় করছেন কারা

প্রথম নিউজ, ডেস্ক : কারও হাতে রয়েছে ৩০০ কোটির ছবি। কেউ আবার মাঠে নেমেছেন ৫০০ কোটির বাজেট নিয়ে। চলতি বছরে বলিউডে এমন বেশ কয়েকটি বড় বাজেটের ছবি মুক্তির পথে রয়েছে। এগুলোর কোনোটিতে জুটি বেঁধেছেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। আবার কোনোটিতে প্রভাস একাই মাটি কাঁপানোর লক্ষ্য নিয়েছেন। দৌড়ে আছেন অক্ষয় কুমার বা ঐশ্বর্য রাই বচ্চনরাও।

২০২২ সালে বলিউডের মুনাফায় কামড় বসাতে পারে ‘আচার্য’। সম্পর্কে বাবা এবং ছেলে— দক্ষিণের দুই সুপারস্টারই একসঙ্গে বড়পর্দা কাঁপাতে তৈরি। চিরঞ্জীবীর সঙ্গে তার ছেলে রাম চরণের জুটির ‘আচার্য’ অবশ্য তেলেগু ভাষায় তৈরি। তবে থাকছে ‘সাবটাইটেল’। ফলে দেশ-বিদেশের দর্শকদের সন্তুষ্ট করতে পারে অ্যাকশনে-ড্রামার ভরপুর ‘আচার্য’।

বাবা-ছেলের জুটির সঙ্গে ‘আচার্য’-তে হাজিরা দিয়েছেন পূজা হেগড়ে এবং কাজল আগারওয়ালও। বলিউডের সোনু সুদও তাদের সঙ্গে তাল মিলিয়েছেন। আরও রয়েছেন বাংলার যিশু সেনগুপ্ত। দক্ষিণের নামজাদা পরিচালক কোরাতালা শিবার মুন্সিয়ানায় এ ছবি দর্শকদের টানবে বলেই আশাবাদী নির্মাতারা। ছবির বাজেটও ১০০ কোটিরও বেশি। শোনা যাচ্ছে, এপ্রিলে শেষ দিকে মুক্তির অপেক্ষায় এ ছবির কাজে ১৪০ কোটি টাকা খরচ হয়ে গেছে।

প্রভাসের মুকুটে আর একটি পালক হতে পারে ‘রাধেশ্যাম’। পিরিয়ড ছবির প্রেক্ষাপটে এই রোম্যান্টিক-ড্রামা তেলেগুর পাশাপাশি হিন্দিতেও শুটিং করা হয়েছে। ‘আচার্য’-র মতো জোড়া নায়িকার ছবি নয়। নায়িকার দায়িত্ব সামলেছেন পূজা হেগড়ে।

সব কিছু ঠিকঠাক থাকলে মার্চের গোড়াতেই ‘রাধেশ্যাম’ দেখতে পারেন। ‘বাহুবালী’ প্রভাসের এ ছবিতে সাড়ে ৩০০ কোটি টাকা খরচ হয়েছে। ফলে আশায় বুক বেঁধেছেন পরিচালক রাধাকৃষ্ণ কুমার।

চলতি বছর বড় বাজেটের ছবি তৈরির দৌড়ে রয়েছে বলিউডও। ‘পৃথ্বীরাজ’ নিয়ে হাজির হবেন পরিচালক চন্দ্রপ্রকাশ দ্বিবেদী। এতে আবার বড় চমকও রয়েছে। ‘যশরাজ ফিল্মস’-এর ব্যানারে এ ছবিতেই বলিউডে অভিষিক্ত হচ্ছেন প্রাক্তন মিস ওয়ার্ল্ড মানুষী চিল্লর। তিনিই পৃথ্বীরাজের স্ত্রী সংযুক্তা। আর যোদ্ধা রাজা পৃথ্বীরাজ চৌহান? তাকে ফুটিয়ে তুলতে অক্ষয় কুমারের দ্বারস্থ হয়েছেন চন্দ্রপ্রকাশ। সঙ্গে খলনায়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন সঞ্জয় দত্ত।

অ্যাকশন-ড্রামা হলেও ‘পৃথ্বীরাজ’-এ রোমান্স কম নেই। ৩০০ কোটির বাজেটের এই ছবি জুনের গোড়াতেই মুক্তি পেতে পারে।

অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’ কবে দেখা যাবে? ২০১৮ সাল থেকে এ ছবির কাজ চলছে। প্রযোজকদের দাবি, সেপ্টেম্বরের গোড়াতেই তার ঝলক দেখতে পারবেন দর্শকেরা। পরিচালক ছাড়াও কারান জোহার, হীরু জোহারের সঙ্গে এ ছবির প্রযোজনায় নেমেছেন রণবীর কাপূর। সঙ্গে রয়েছেন আরও অনেকে।

রণবীর কাপূর-আলিয়া ভাট জুটি তো রয়েছে। সঙ্গে অমিতাভ বচ্চন এবং নাগার্জুনও তৈরি তাদের ‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে। রয়েছেন মৌনী রায়ও। বলিউডের অন্দরের জল্পনা, এ ছবির জন্য অন্তত ৩০০ কোটি টাকা খরচ হয়েছে।

ব্রিটিশ শাসক এবং হায়দরাবাদের নিজামদের বিরুদ্ধে কীভাবে যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন আল্লুরি সীতারাম রাজু, তা-ই দেখাতে চান রাজামৌলী। আগামী মার্চের শেষে রাজুর সেই কাজ দেখা যেতে পারে। সে ছবির নির্মাণে নাকি খরচ হয়েছে প্রায় ৪০০ কোটি টাকা।

একই বছরে বড় বাজেটের দ্বিতীয় ছবিতে রয়েছেন প্রভাস। রামায়ণের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে ‘আদিপুরুষ’। তাতে প্রভাসের সঙ্গে রয়েছেন কৃতী শ্যানন। রাঘব-জানকীর এই জুটি ভাঙতে সাইফ আলি খান আসবেন লঙ্কেশ রূপে। তেলেগুর পাশাপাশি হিন্দিতেও এ ছবির শুটিং হয়েছে। ছবির বাজেট ৫০০ কোটি টাকা। শোনা যাচ্ছে, আগস্টেই পর্দায় আসতে পারে ‘আদিপুরুষ’।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

This site uses cookies. By continuing to browse the site you are agreeing to our use of cookies & privacy Policy from www.prothom.news