এক সিনেমায় জিৎ-অঙ্কুশ!

প্রথম নিউজ, ডেস্ক : কলকাতা ঝুঁকছে তারকাবহুল সিনেমার দিকে। দর্শককে হলে ফেরাতে এই উদ্যোগ নিচ্ছে নানা প্রযোজনা প্রতিষ্ঠান। কখনো কখনো তারকারাও প্রযোজকের ভূমিকায় এমন সিদ্ধান্ত নিচ্ছেন। যেমন কিছুদিন আগেই জানা গেছে দেবের প্রযোজনায় এক সিনেমায় তার সঙ্গে কাজ করবেন প্রসেনজিৎ চ্যাটার্জি।
বুম্বাদাকে দেখা যাবে সুপারস্টার জিতের সঙ্গেও একটি সিনেমাতে। সেটি প্রযোজনা করবে জিতের প্রযোজনা সংস্থা। এছাড়া প্রসেনজিতও বেশ কিছু মাল্টি স্টারকাস্ট সিনেমা তৈরির দিকে মনযোগী হচ্ছেন।
এমন সময় জিতের সঙ্গে জুটি বাঁধার গুঞ্জন ছড়ালেন দুষ্টু মিষ্টি নায়ক অঙ্কুশ হাজরা। খুব শিগগিরই হয়তো এই দুই তারকাকে নিয়ে সিনেমা আসতে চলেছে।
সম্প্রতি একটি গণমাধ্যমে কথা বলতে গিয়ে এমনই ইঙ্গিত দিলেন অঙ্কুশ। জিৎও অঙ্কুশের সঙ্গে কাজ করতে মুখিয়ে রয়েছেন বলেই জানা গিয়েছে। এমনকী নিজের প্রযোজনায় অঙ্কুশকে নায়ক হিসেবে অভিনয়ের প্রস্তাবও দিতে পারেন জিৎ।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: