লেবাননের দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ী ও এমপিদের যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা
লেবাননের দুর্নীতিগ্রস্ত দুইজন ব্যবসায়ী এবং একজন সংসদ সদস্যের (এমপি) বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করছে যুক্তরাষ্ট্র
প্রথম নিউজ, ডেস্ক: লেবাননের দুর্নীতিগ্রস্ত দুইজন ব্যবসায়ী এবং একজন সংসদ সদস্যের (এমপি) বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করছে যুক্তরাষ্ট্র। এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।
বৃহস্পতিবার নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে ব্লিনকেন লিখেছেনঃ "দুর্নীতিগ্রস্ত দুইজন লেবানিজ ব্যবসায়ী এবং একজন সংসদ সদস্যের উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করছে। লেবাননে জবাবদিহিতা বৃদ্ধিতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। লেবাননের কর্মকর্তাদের অবশ্যই দুর্নীতি বন্ধ করতে হবে। সংকটের সম্মুখীন লেবাননের জনগণের সংকট মোকাবেলায় জরুরি পদক্ষেপ নিতে হবে"। উল্লেখ্য, লেবাননে সরকারের লোকজন দুর্নীতিতে জড়িয়ে রয়েছে। বড় ধরনের দুর্নীতির নানা গল্প রাজনৈতিক ও প্রশাসনিক জগতে ঘুরপাক খাচ্ছে।
সাথে অনেক দুর্যোগ দেশকে শেষ পরিণতির দিকে নিয়ে যাচ্ছে। লেবাননকে অনেকেই অকার্যকর রাষ্ট্র, ব্যর্থ রাষ্ট্র ইত্যাদি বলা শুরু করেছেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: