Ad0111

ল‌বিস্ট নিয়ে সরকারের অভিযোগ ভি‌ত্তিহীন: ড. মোশাররফ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমা‌নের মাজারে তার ৮৬তম জন্মবা‌র্ষিকী‌তে ফু‌লেল শ্রদ্ধা জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.  খন্দকার মোশাররফ হোসেন এসব কথা ব‌লেন । 

ল‌বিস্ট নিয়ে সরকারের অভিযোগ ভি‌ত্তিহীন: ড. মোশাররফ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমা‌নের মাজারে ফু‌লেল শ্রদ্ধা

প্রথম নিউজ, ঢাকা: ‌বিদেশে ল‌বিস্ট নিয়োগ করে‌ছে ব‌লে সরকা‌রের দেওয়া অভিযোগকে ভি‌ত্তিহীন ও বা‌নোয়াট ব‌লে অভিহিত ক‌রে‌ছে বিএন‌পি। 

আজ বুধবার বেলা সা‌ড়ে ১১ টার দি‌কে দ‌লের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমা‌নের মাজারে তার ৮৬তম জন্মবা‌র্ষিকী‌তে ফু‌লেল শ্রদ্ধা জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.  খন্দকার মোশাররফ হোসেন এসব কথা ব‌লেন ।  পুস্পমাল্য অর্পনের  পরফাতেহা পাঠের পর শহীদ নেতার আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন নেতৃবৃন্দ।

 ড. খন্দকার মোশাররফ হো‌সেন ব‌লে‌ন, নিজেদের অপকর্ম ঢাকতে আওয়ামী লীগ সরকারই গত ১৪ যাবৎ লবিস্ট নিয়োগ করেছে। আমরা বলতে চাই-এই যে অভিযোগ(বিএনপির লবিস্ট নিয়োগ)- এটা ভিত্তিহীন ও বানোয়াট। যখন আমেরিকা থেকে দেশের একটি সংস্থা এবং এর উচ্চ পর্য়ায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে সেনশন(নি্ষেধাজ্ঞা) এসেছে, যখন বাংলাদেশ গণতান্ত্রিক সামিটে দাওয়াত পায় না। তখন কিন্তু আজকে এই কথাগুলো উঠছে। আমাদের প্রশ্ন আগে কেন এগু্লো উঠেনি। আমি কিছুদিন আগে পত্র-পত্রিকায় দেখেছি যে, আওয়ামী লীগ সরকার এদেশের যে গণতন্ত্র হত্যা করছে, মানবাধিকার লঙ্ঘন করছে, চুরি-ডাকাতি করে এদেশের অর্থনীতি লুন্ঠন করছে- এগুলো যাতে ধামাচাপা দেয়া যায় সেজন্য তারা বিদেশে লবিস্ট নিয়োগ করেছে গত ১৪ বছর যাবৎ। এটা যখন পত্র-পত্রিকায় বেরিয়েছে আজকে এই সরকার এই ধরনের একটি মিথ্যা-বানোয়াট কতগুলো ডকুমেন্ট দি্য়ে তার শুধু জবাব দেয়ার জন্য বা জনগণকে বিভ্রান্ত করার জন্য এধরনের কথা বলছে। এগুলো সম্পূর্ণ বানোয়াট। দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাতে বিএনপি যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগে ৩৭ লাখ ডলার খরচ করছে যে বলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের অভিযোগের প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সরকারের বিরুদ্ধে পাল্টা এই অভিযোগ করেন।

তিনি বলেন,  আমরা আজকে বিএনপি এবং দেশের জনগনের পক্ষ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমাদের শ্রদ্ধা জানাচ্ছি এবং তার রুহের মাগফেরাত কামনা করছি। তার জন্মদিনে আমরা শপথ নিয়েছি-আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করবো, এদেশের মানুষের ভোটের অধিকার পুনরুদ্ধা করব, এদেশের মানুষের যে মালিকানা তা তাদেরকে ফিরিয়ে দেবো। তারজন্য আমরা আগামী দিনে যে যেখানে আছি, দেশপ্রেমিক-গণতান্ত্রিক-জাতীয়তাবাদী শক্তি সকলে ঐক্যবদ্ধ হয়ে, জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা এদেশে এমন একটা পরিবেশ সৃষ্টি করতে চাই যে পরিবেশের গণতন্ত্র ফিরে আসবে,যে পরিবেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি পাবেন, যে পরিবেশ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে স্বাধীনভাবে রাজনীতি করার সুযোগ পাবেন। সেই লক্ষ্যে আমি দেশবাসীসহ সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানাবো।

নির্বাচন কমিশন গঠনের মন্ত্রিসভায় অনুমোদিত আইনের খসড়া সম্পর্কে জানতে চাইলে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন,  বিষয়টা এককথায় যদি বলি, বাকশালকে পাকাপোক্ত করার জন্য এটা তারা করছে। আমরা এই ব্যাপারে একেবারেই ইন্টারেস্টেড না। এই কারণে যে, আমরা তো নির্বাচনই যাবো নিরপেক্ষ সরকার ছাড়া। নিরপেক্ষ সরকার যদি না আসে বিএনপি কোনো নির্বাচনে যাবে না। শুধু তাই নয়, সেই নির্বাচনকে আমরা প্রতিহত করবো, হতেও দেবো না।

এ সময় উপ‌স্থিত ছি‌লেন বিএন‌পির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, গ‌য়েশ্বর চন্দ্র রায়, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল ক‌বির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল ক‌বির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, প্রচার সম্পাদক শহীদ উ‌দ্দিন চৌধুরী, সাবেক সংসদ সদস্য না‌জিম উদ্দিন আলম, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক  মীর সরফত আলী সপু, সহ প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম, যুব বিষয়ক সহ সম্পাদক মীর নেওয়াজ আলী, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু, সিনিয়র সহ সভাপতি মোর্তাজুল করিম বাদরু, সহ সভাপতি এসএম জাহাঙ্গীর হোসনে, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস,  সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ, মহাসচিব অধ্যাপক আবদুস সালাম, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক,   ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, যুগ্ম সাধারণ সম্পাদক সাদরেজ জামান, সহ সাধারণ সম্পাদক সর্দার নুরুজ্জামান,  কৃষক দলের নাসির হায়দার, টিএস আইয়ুব, কামরুজ্জামান সেলিম, ওলামা দলের আহবায়ক শাহ নেসারুল হক, সদস্য সচিব নজরুল ইসলাম তালকদার, মৎস্যজীবী দলের  আহবায়ক রফিকুল ইসলাম মাহতাব, সদস্য সচিব আবদুর রহিম, জাসাসের সহ সভাপতি লিয়াকত আলী, সদস্য সচিব জাকির হোসেন রোকন, ছাত্র দলের সভাপতি ফজলুর রহমান‌ খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হো‌সেন শ্যামল প্রমুখ।

বিএনপির প্রতিষ্ঠাতার ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সকালে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়, চেয়ারপারসনের কার্যালয়সহ সারাদেশে দলের সকল কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়। নয়া পল্টনের কার্যালয়ের নিচতলায় দুপুরে খোলা হয়েছে ‘ফ্রি মেডিকেল ক্যাম্পা’। ডক্টরস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই ক্যাম্প থেকে সর্বসাধারণের বিশেষজ্ঞ চিকিতসকদের দিয়ে স্বাস্থ্য সেবা ও বিনা মূল্যে ঔষধ দেয়া হচ্ছে। এই ফ্রি মেডিকেল ক্যাম্প আগামীকালও চলবে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

This site uses cookies. By continuing to browse the site you are agreeing to our use of cookies & privacy Policy from www.prothom.news