পারমাণবিক অস্ত্র আধুনিকায়ন করছে পাকিস্তান

পারমাণবিক অস্ত্র আধুনিকায়ন করছে পাকিস্তান

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: পেহেলগামের ঘটনার পর ভারত-পাকিস্তানের সংঘাতের পর পারমাণবিক শক্তিধর দেশ দুটি এখন নিজের অস্ত্র শান দিতে ব্যস্ত। এরই মধ্যে পাকিস্তান পারমাণবিক অস্ত্র আধুনিকায়নের কাজ শুরু করছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির (ডিআইএ) প্রকাশিত ‘বার্ষিক হুমকি মূল্যায়ন’ প্রতিবেদনে চীন, রাশিয়া, সন্ত্রাসবাদসহ বিভিন্ন ইস্যু নিয়ে বিস্তারিত তথ্য জানানো হয়েছে। সেখানেই বলা হয়েছে নয়াদিল্লিকে নিজেদের জন্য হুমকি হিসেবে বিবেচনা করে ইসলামাবাদ। এ কারণেই নিজেদের সমরাস্ত্র আধুনিকায়নে মনোযাগ দিয়েছে পাকিস্তান। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান পারমাণবিক অস্ত্র আধুনিকায়ন করছে। এতে আরও বলা হয়েছে, পাকিস্তানে সন্ত্রাসী গোষ্ঠীর ব্যাপক তৎপরতা রয়েছে।

 দেশটির নিরাপত্তাবাহিনী গত বছর প্রায় প্রতিদিনই অভিযান চালালেও শুধুমাত্র গত বছর দেশটিতে সন্ত্রাসী হামলায় আড়াই হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। মার্কিন এ গোয়েন্দা সংস্থাটি ভারত-পাকিস্তানের সম্পর্ক নিয়ে বলেছে, পাকিস্তান ভারতকে নিজেদের অস্তিত্বের হুমকি হিসেবে দেখে। ভারতের প্রচলিত সামরিক শক্তিকে মোকাবেলা করতে তারা তাদের সামরিক বাহিনীকে আধুনিকায়ন করা অব্যাহত রাখবে। যারমধ্যে যুদ্ধক্ষেত্রের পারমাণবিক অস্ত্র রয়েছে।

সংস্থাটি আরও বলেছে, পাকিস্তান তাদের পারমাণবিক অস্ত্র আধুনিকায়ন করছে। এছাড়া পারমাণবিক অবকাঠামো, পারমাণবিক কমান্ড ও কন্ট্রোলের নিরাপত্তা অব্যাহত রেখেছে। এছাড়া পাকিস্তান বিভিন্ন বিদেশি রাষ্ট্রের কাছ থেকে গণবিধ্বংসী অস্ত্র কেনা অব্যাহত রাখবে। পাকিস্তান তাদের মূল সামরিক সহায়তা চীনের কাছ থেকে পায় বলেও উল্লেখ করেছে মার্কিন এ সংস্থাটি। তারা বলেছে, চীনের সঙ্গে পাক সেনারা একাধিক সামরিক মহড়ায় অংশ নিয়েছে। তবে পাকিস্তানে বিভিন্ন প্রকল্পে কর্মরত চীনা নাগরিকরা হত্যাকাণ্ডের শিকার হওয়ায় দুই দেশের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে বলে প্রতিবেদনে বলা হয়। গত বছর সাত চীনা নাগরিক পাকিস্তানে সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন।
অপরদিকে পাকিস্তান ও ইরানের মধ্যে জানুয়ারিতে পাল্টাপাল্টি বিমান হামলার ঘটনা ঘটলেও দুই দেশে নিজেদের মধ্যে আলোচনা করে দ্বন্দ্ব নিরসন করেছে বলে জানিয়েছে মার্কিন সংস্থাটি। এছাড়া পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে বিমান হামলা ও গোলাবর্ষণের ঘটনাও ঘটে বলে জানিয়েছে তারা।