প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: অবরুদ্ধ গাজার উপত্যকার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরের একটি সুড়ঙ্গে পেতে রাখা বোমার বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত এবং অপর দুইজন আহত হয়েছেন। এ নিয়ে গাজায় হামাসের সঙ্গে চলমান যুদ্ধে নিহত ইসরাইলি সেনার সংখ্যা ৪১৬ জনে দাঁড়ালো। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।
রবিবা ইসরায়েলি বাহিনী জানিয়েছে, শনিবার রাফাহ’র একটি ভবনের ভেতরে থাকা টানেলের প্রবেশ পথ স্ক্যানিং করার সময় হঠাৎ সেখানে বিস্ফোরণ ঘটে। এ সময় ইয়াহালোম কমব্যাট ইঞ্জিনিয়ারিং ইউনিটের ২৩ বছর বয়সী ক্যাপ্টেন নোয়াম রভিদ এবং ২০ বছর বয়সী স্টাফ সার্জেন্ট ইয়ালি সেরর নিহত হয়। আহত সেনাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। অপরজনের আঘাত ততটা গুরুতর নয়।
শনিবার পৃথক আরেক ঘটনায় গাজার উত্তরাঞ্চলে ইসরাইলি বাহিনীর জেরুজালেম ব্রিগেডের এক রিজার্ভ সেনা গুরুতর আহত হন। আইডিএফ জানিয়েছে, কোন পরিস্থিতিতে তিনি আহত হয়েছেন তা তদন্ত করে দেখা হচ্ছে।
এর পাশাপাশি এদিন গাজা সিটির দুই এলাকায় ইসরায়েলি সেনা ছাউনিতে পৃথক বিস্ফোরণে আরও দুই সেনা আহত হন। এদের মধ্যে এক ঘটনায় ট্যাংকের একটি গোলার আগাম বিস্ফোরণে একজন আহত হন। অপরজন গাজা সিটির তুফাহ এলাকায় সম্ভাব্য এক মর্টার হামলায় আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।