ফ্রান্সের রাষ্ট্রদূতকে যুক্তরাজ্যের তলব
ফ্রান্সের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্কে নতুন করে টানাপোড়েন শুরু হয়েছে
প্রথম নিউজ, ডেস্ক : ফ্রান্সের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্কে নতুন করে টানাপোড়েন শুরু হয়েছে। সম্প্রতি যুক্তরাজ্যের মাছ ধরার একটি ট্রলার আটক ও আরেকটিকে জরিমানা করে ফ্রান্স। এ ঘটনার প্রতিবাদে ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করেছে যুক্তরাজ্য। খবর বিবিসির।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস বলেছেন, যুক্তরাজ্যে নিয়োজিত ফরাসি রাষ্ট্রদূত ক্যাথেরিন কোলোনাকে ‘অযৌক্তিক ভাবে হুমকি’ দেওয়ার বিষয়গুলোর ব্যাখ্যা দিতে হবে।
স্থানীয় সময় বুধবার ( ২৭ অক্টোবর) লা হাভ্রে বন্দরে মাছ ধরার ট্রলার আটক ও জরিমানা করার এ ঘটনা ঘটে। ফরাসি কর্তৃপক্ষের দাবি, আটক করা ট্রলারের লাইসেন্স ছিল না।
এদিকে, ব্রিটিশ পরিবেশমন্ত্রী জর্জ ইউস্টেস দাবি করেন, ইউরোপীয় ইউনিয়ন ট্রলারটির লাইসেন্স অনুমোদন করেছিল। ইউরোপীয় ইউনিয়নকে দেওয়া তালিকায় এর নাম না থাকার খবরে বিস্ময় প্রকাশ করেন তিনি।
যুক্তরাজ্য ও জার্সি দ্বীপপুঞ্জ কর্তৃপক্ষ গত মাসে বেশ কয়েকটি ফরাসি নৌকাকে মাছ ধরার লাইসেন্স দিতে অস্বীকৃতি জানায়। সেসময় বলা হয়েছিল, এগুলো ব্রেক্সিট চুক্তি লঙ্ঘন করেছে। এতে ক্ষেপে যায় ফ্রান্স।
পরে ফ্রান্স সতর্ক বার্তা দিয়ে বলে, কিছু বন্দর থেকে ব্রিটিশ নৌযানগুলো প্রতিরোধ করা হবে। একই সঙ্গে যুক্তরাজ্যের নৌকা এবং ট্রাকগুলোর চলাচলের ক্ষেত্রে নজরদারি কঠোর করা হবে। ব্রেক্সিট পরবর্তী মাছ ধরার লাইসেন্স নিয়ে যে সমস্যা দেখা দিয়েছে তা যদি ২ নভেম্বরের মধ্যে সমাধান না করা হয় তাহলে এ পদক্ষেপ নেবে ফ্রান্স।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: