ইরাকের আইন আল-আসাদ ঘাঁটি থেকে মার্কিন সেনা প্রত্যাহার
ইরাকের আইন আল-আসাদ সামরিকঘাঁটি থেকে আমেরিকার সব কমব্যাট সেনা প্রত্যাহার করা হয়েছে
প্রথম নিউজ, ডেস্ক : ইরাকের আইন আল-আসাদ সামরিকঘাঁটি থেকে আমেরিকার সব কমব্যাট সেনা প্রত্যাহার করা হয়েছে। এখন সেখানে শুধু মার্কিন সামরিক বাহিনীর কিছু পরামর্শক রয়েছেন।
ইরাকের যৌথ অপারেশনস কমান্ডের মুখপাত্র মেজর জেনারেল তাহসিন আল-খাফাজি সোমবার রাশিয়ার বার্তা সংস্থা স্পুটনিককে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আইন আল-আসাদ ঘাঁটিতে আমেরিকার শুধু কয়েকজন সামরিক পরামর্শক রয়েছেন এবং একজন ইরাকি কমান্ডারের অধীনে ঘাঁটি পরিচালিত হচ্ছে।
২০২০ সালের ৮ জানুয়ারি ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এক ডজনের বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে এ ঘাঁটিতে হামলা চালায়, যার প্রতিটি ক্ষেপণাস্ত্রের ব্যবহৃত ওয়ারহেডের ওজন ছিল এক হাজার পাউন্ডের বেশি।
ওই হামলায় ঘাঁটিটি মারাত্মকভাবে বিধ্বস্ত হয় এবং সারাবিশ্বের গণমাধ্যমের শিরোনাম হয়ে ওঠে।
আইআরজিসির কুদস ফোর্সের তৎকালীন কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন সেনারা ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে হত্যা করার পর প্রতিশোধ হিসেবে আইআরজিসি আইন আল-আসাদ ঘাঁটিতে হামলা চালায়।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: