আরিয়ান খান অবশেষে জামিন পেলেন
বলিউড সুপারস্টার শাহরুখ খানের পরিবারে এলো স্বস্তির খবর
প্রথম নিউজ, ডেস্ক : বলিউড সুপারস্টার শাহরুখ খানের পরিবারে এলো স্বস্তির খবর। মাদক মামলায় শাহরুখের বড় ছেলে আরিয়ান খান অবশেষে জামিন পেয়েছেন। গতকাল আরিয়ানের জামিন আদেশ দেয় মুম্বই হাইকোর্ট। ২রা অক্টোবর আটক ও পরবর্তীতে গ্রেপ্তারের পর বেশ কয়েকবার আরিয়ানের জামিন আবেদন খারিজ করেছে আদালত। প্রথমে দু-দফা এনসিবি হেফাজতে থাকার পর ৭ অক্টোবর আরিয়ান খানকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছিল ম্যাজিস্ট্রেট কোর্ট। তারপর থেকে আর্থার রোড জেলে থাকতে হয় আরিয়ানকে। এনসিবি হেফাজত থেকে মুম্বইয়ের আদালত শাহরুখপুত্র আরিয়ান খানকে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়। তারপরই আরিয়ানের অন্তর্বর্তী জামিনের আবেদন করেন আইনজীবী।
এরপরও কয়েক দফায় জামিন আবেদন নাকচ করা হয়। তবে ১১ ও ১৪ অক্টোবর আরিয়ানের জামিনের সম্ভাবনা তৈরী হলেও এনসিবির পাল্টা আবেদনের কারণে তা সম্ভব হয়নি। আদালতের নির্দেশে মামলার শুনানি পিছিয়ে শেষ পর্যন্ত ২০ অক্টোবর করা হয়। এই শুনানিতেও জামিন হয়নি আরিয়ানের। পরবর্তীতে জামিনের জন্য হাইকোর্টে আবেদন করে আরিয়ানের আইনজীবী। প্রথমবার আবেদন খারিজ হলেও এবার দু পক্ষের যুক্তি, পাল্টা যুক্তির ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে আরিয়ানের জামিন মঞ্জুর করে উচ্চ আদালত। এদিকে আরিয়ানের জামিনে শাহরুখ কিংবা তার পরিবারের কারও বক্তব্য এখনও পাওয়া যায়নি। তবে আরিয়ানকে বাসায় নেয়ার প্রস্তুতি চলছে তার পরিবারে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: