ভারতে কাঠের গোডাউনে আগুন লেগে ১১ শ্রমিকের মৃত্যু

প্রথম নিউজ, ডেস্ক : ভারতের তেলেঙ্গানা রাজ্যে একটি কাঠের গোডাউনে আগুন লেগে ১১ জন শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
সংবাদ সংস্থা এএনআইয়ের খবরে বলা হয়েছে, হায়দরাবাদের সেকেন্দ্রাবাদের ভোইগুড়ায় আগুন লেগে ১১ জনের মৃত্যু হয়েছে।
নিহতরা সবাই শ্রমিক ছিলেন। তাদের বাড়ি বিহার রাজ্যে বলে জানা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শট সার্কিট থেকে এ দুর্ঘটনা ঘটতে পারে।
ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews