ইসরায়েলে শপিং সেন্টারে হামলা, হামলাকারীসহ নিহত ৫

ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলার ঘটনায় চার ইসরায়েলি নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন

 ইসরায়েলে শপিং সেন্টারে হামলা, হামলাকারীসহ নিহত ৫
ইসরায়েলে শপিং সেন্টারে হামলা, হামলাকারীসহ নিহত ৫-প্রথম নিউজ

প্রথম  নিউজ, ডেস্ক : ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলার ঘটনায় চার ইসরায়েলি নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ।

জানা গেছে, মঙ্গলবার (২২ মার্চ) বীরশেবা শহরের বিগ শপিং সেন্টারের সামনে ছুরিকাঘাতে নিহত হন তিনজন। হামলাকারী আরেকজনকে গাড়ি চাপা দেয়। পরে এক বাস চালকের গুলিতে নিহত হন হামলকারী ব্যক্তি।

ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা জানায়, হামলাকারীর নাম মুহাম্মদ গালেব আহমদ আবু আলকিয়ান। আলকিয়ান একজন ইসরায়েলি আরব। একসময় ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীকে সমর্থন করার কারণে কারাগারে ছিলেন। আলকিয়ান বীরশেবার ১৯ কিলোমিটার পূর্বে বেদুইন শহর হুরার একটি স্কুলে শিক্ষকতা করতেন।

সিরিয়ায় গিয়ে আইএসে যোগ দেওয়ার পরিকল্পনার অভিযোগে ২০১৫ সালে তাকে গ্রেপ্তার করা হয়। দোষী সাব্যস্ত হওয়ার পর কয়েক বছর কারাগারে থেকে ২০১৯ এ কারাগার থেকে মুক্তি পান।

ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এ হামলার ঘটনাকে জঘন্য সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেছেন। সন্ত্রাসী হামলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়াসহ হামলাকারীদের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom