৩ দেশের প্রধানমন্ত্রী ট্রেনযোগে কিয়েভে, জেলেনস্কির সঙ্গে বৈঠক

ইউক্রেনে রাশিয়ান হামলার অব্যাহত থাকলেও ট্রেনযোগে কিয়েভ পৌঁছেছেন পোল্যান্ড, স্লোভেনিয়া ও চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী

 ৩ দেশের প্রধানমন্ত্রী ট্রেনযোগে কিয়েভে, জেলেনস্কির সঙ্গে বৈঠক
৩ দেশের প্রধানমন্ত্রী ট্রেনযোগে কিয়েভে, জেলেনস্কির সঙ্গে বৈঠক -প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : ইউক্রেনে রাশিয়ান হামলার অব্যাহত থাকলেও ট্রেনযোগে কিয়েভ পৌঁছেছেন পোল্যান্ড, স্লোভেনিয়া ও চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী। ইউরোপীয় ইউনিয়নের দিক থেকে নিরাপত্তা ঝুঁকির সতর্কতা থাকলেও তিন প্রধানমন্ত্রীর এ সফরের উদ্যোগ নেয় পোল্যান্ড। তিন দেশের প্রধানমন্ত্রীদের এ সফরে সন্তুষ্ট ইউক্রেন।

জানা গেছে, তিন প্রধানমন্ত্রী ট্রেনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন কারণ পোলিশ সামরিক জেটের উড্ডয়ন রাশিয়ার কাছে বিপজ্জনক উস্কানি হিসেবে বিবেচিত হতে পারে।

পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতিউস মোরাভিয়েস্কি এর আগে বলেন নতুন ইতিহাস তৈরি হতে যাচ্ছে ইউক্রেনের রাজধানীতে।

স্থানীয় সময় মঙ্গলবার (১৫ মার্চ) বিকেলে কারফিউ জারি হবার পর কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করেন তিন প্রধানমন্ত্রী। পরে ইউক্রেনের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে নিয়ে ব্রিফিং করেন তারা। উভয় নেতা তিন প্রধানমন্ত্রীকে তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানান। এসময় চেক প্রধানমন্ত্রী বলেন, তারা একা নয়।

রাশিয়ার ইউক্রেনে আগ্রাসন চালানোর পর এটিই পশ্চিমা নেতাদের প্রথম সফর।

টানা ২১ দিন ধরে ইউক্রেনে সংঘাত চলছে। গত ২৪ ফেব্রুয়ারি দেশটিতে হামলা চালায় রাশিয়া। এদিকে, এখনো কিয়েভে হামলা অব্যাহত থাকায় জারি রয়েছে ৩৫ ঘণ্টার কারফিউ।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom