ভয়ংকর রূপে মোশাররফ করিম, ঈদে আসছে ‘ইনসাফ’

ভয়ংকর রূপে মোশাররফ করিম, ঈদে আসছে ‘ইনসাফ’

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: আসন্ন ঈদুল আজহায় ভয়ংকর এক রূপে পর্দায় হাজির হতে যাচ্ছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। সঞ্জয় সমদ্দার পরিচালিত অ্যাকশন থ্রিলারধর্মী সিনেমা ‘ইনসাফ’-এ একেবারে নতুন অবতারে ধরা দেবেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেয়েছে ‘ইনসাফ’ সিনেমার দ্বিতীয় পোস্টার। এতে এক স্টোর রুমে হাতে কুড়াল, ঘাড়ে ঝুলানো স্টেথোস্কোপসহ দাঁড়িয়ে থাকতে দেখা গেছে মোশাররফ করিমকে। তাঁর পোশাকে লেগে আছে রক্তের দাগ—যা পোস্টারেই চরিত্রের ভয়ংকর উপস্থিতির ইঙ্গিত দিচ্ছে।

নির্মাতা সঞ্জয় সমদ্দার পোস্টার শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘এই ডাক্তার রোগ নয়, পাপ সারায়! রক্তই তার ভাষা, ইনসাফই তার শপথ।’ এই বক্তব্যের পর থেকেই সামাজিক মাধ্যমে জল্পনা শুরু হয়েছে—নতুন সিনেমায় এক ভয়ংকর ডাক্তারের চরিত্রে দেখা যাবে মোশাররফ করিমকে।
সিনেমাটিতে নায়ক-নায়িকা হিসেবে থাকছেন শরীফুল রাজ ও তাসনিয়া ফারিণ। ‘ইনসাফ’ হবে সঞ্জয় সমদ্দারের দ্বিতীয় চলচ্চিত্র, যা মুক্তি পাবে আগামী ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে।