ওটিটিতে ফারিয়ার সিনেমা

ওটিটিতে ফারিয়ার সিনেমা

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: গত রোজার ঈদে মুক্তি পেয়েছে নুসরাত ফারিয়া অভিনীত সিনেমা ‘জ্বীন-৩’। মূলত ‘জ্বীন’ এবং ‘জ্বীন-২’ এর সাফল্যে অনুপ্রাণিত হয়েই নির্মিত হয় ‘জ্বীন-৩’। যা গেল ঈদুল ফিতরে ভালোই আলোচনায় ছিল। তারপরই নুসরাত ফারিয়ার জীবনে ঘটে যায় গ্রেপ্তার, কারাগারে যাওয়ার মতো ঘটনা। যদিও একদিন বাদেই জামিনে মুক্তি পান তিনি। এদিকে, এবার ফারিয়া নিজেই একটি সুখবর দিলেন। তার অভিনীত ‘জ্বীন-৩’ ছবিটি এবার দেখা যাচ্ছে ওটিটিতে। সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত এই সিনেমাটি নির্মাণের শুরু থেকেই এর ওটিটি পার্টনার ছিল আইস্ক্রিন।

৮ই জুলাই দুপুরে বিশ্বব্যাপী ডিজিটাল প্রিমিয়ার হলো নুসরাত ফারিয়া ও সজল অভিনীত ‘জ্বীন-৩’ সিনেমাটির! মুক্তির আগেই চ্যানেল আইয়ের ছাদ বারান্দায় এক সংবাদ সম্মেলনে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ জানিয়েছিল, প্রেক্ষাগৃহে মুক্তির চার মাসের মধ্যেই ওটিটিতে দেখা যাবে ‘জ্বীন-৩’! সে কথাই সত্যি হলো! হরর ঘরানার ‘জ্বীন-৩’ নির্মিত হয়েছে সত্য ঘটনার ছায়া অবলম্বনে। সিনেমাটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান। সিনেমাটির গানগুলো বেশ শ্রোতাপ্রিয়তা পেয়েছে।

বিশেষ করে ‘কন্যা রে’ গানটি সবার মুখে মুখে ছড়িয়ে যায়। নুসরাত ফারিয়া সামাজিক মাধ্যমে এক পোস্টে লিখেছেন, অন্ধকারে লুকিয়ে থাকে এক ভয়ঙ্কর সত্য। ‘জ্বীন-৩’ এবার কেউ রেহাই পাবে না। ডিজিটালি মুক্তি পেলো ছবিটি। সবাইকে দেখার আমন্ত্রণ।