রায়পুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধের বসতঘরে আগুন

রায়পুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধের বসতঘরে আগুন

প্রথম নিউজ, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক বৃদ্ধ কৃষকের বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এতে পুরো বসতঘরসহ আসবাবপত্র পুড়ে প্রায় দুই লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।

ভুক্তভোগী মো. রফিক উল্যা (৭০) রায়পুর থানায় দেওয়া লিখিত অভিযোগে জানান, গত ৪ জুলাই শুক্রবার সকাল ১১টার দিকে তিনি মাঠে কাজ করতে গেলে তার অনুপস্থিতিতে কয়েকজন প্রতিবেশী দেশীয় অস্ত্র ও কেরোসিন নিয়ে তার ঘরের চারপাশে ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়।
তিনি অভিযোগ করেন, জমি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন ৭ ও ৮ নম্বর অভিযুক্ত ঘরের উত্তর পাশে ম্যাচ দিয়ে আগুন লাগায়। এতে তার চৌচালা বসতঘর ও ঘরের ভিতরে থাকা বিভিন্ন মালামাল সম্পূর্ণভাবে পুড়ে যায়।
ঘটনার সময় প্রতিবেশীরা বাধা দিতে গেলে অভিযুক্তরা তাদের গালিগালাজ ও হুমকি দেয় বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে। অভিযুক্ত ব্যক্তিরা হলেন মো. ইব্রাহিম (৫০), জাহাঙ্গীর (৩৮), মো. দেলোয়ার (২৮),মো. রুবেল (৩০), তাসলিমা (৪০), সোহাগী (২৫), খুরসিদা (৩৬), সাকিল (২০), মো. বাবুল পাটোয়ারি (৫০)। তারা সবাই একই এলাকার বাসিন্দা এবং অভিযোগকারীর প্রতিবেশী।
প্রত্যক্ষদর্শী সাক্ষী হিসেবে উল্লেখ আছেন কনিনুর বেগম, করিম, রবিন, রুমা, শিউলি ও ফাতেমা। অভিযোগকারী বলেন, আমি একজন কৃষক, নিরীহ মানুষ। অনেক কষ্টে গড়া ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এখন পরিবার নিয়ে বিপাকে আছি। 
আরেক প্রতিবেশী শফিক মাঝী বলেন, অভিযুক্ত ইব্রাহীম আ.লীগ ক্ষমতাকালীন সময় তাদের উপর অত্যাচার করতো। ইব্রাহীমদের ভয়ে তারা ঘরবাড়ি থাকতে পারতো না। অভিযুক্তদের বাড়িতে গিয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে রায়পুর থানার অফিসার ইনচার্জ বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।