মাগুরায় ট্রাকচাপায় মা-মেয়ের মৃত্যু

মাগুরায় ট্রাকচাপায় মা-মেয়ের মৃত্যু

প্রথম নিউজ, ঢাকা: প্রতীকী ছবিমাগুরার শালিখা উপজেলায় ট্রাকচাপায় এক নারী ও তার মেয়ের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, শালিখার পুলুম গ্রামের ইবাদুল ফকিরের স্ত্রী শরীফা বেগম (৩০) ও তার ৭ মাসের মেয়ে খাদিজা।

আজ  সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জুনারী গ্রামের আড়পাড়া বুনাগাতী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
শালিখা থানার ওসি তারকনাথ বিশ্বাস জানান, ইঞ্জিন চালিত একটি ভ্যানে করে শালিখা-বুনাগাতী সড়ক দিয়ে শরীফা তার মেয়েকে নিয়ে উপজেলা সদর আড়পাড়া যাচ্ছিলেন। পথে বিপরীতমুখী একটি ট্রাক ভ্যানটিকে চাপা দিলে ঘটনা স্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়। ট্রাকসহ চালক মিজানুরকে আটক করা হয়েছে এবং এ ঘটনায় শালিখা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।