অতীতে নারীদের লাঠিপেটার জন্য ক্ষমা চেয়ে ভোট প্রার্থনা
এ বিষয়ে জানতে আব্দুর রউফের মোবাইল নম্বরে কল করে সাংবাদিক পরিচয় দিতেই তিনি গালিগালাজ করে ফোন কেটে দেন।

প্রথম নিউজ, সাতক্ষীরা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থানীয় নারী ভোটারদের ওপর হামলার জন্য ক্ষমা চেয়ে নিজের জন্য ভোট প্রার্থনা করলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুর রউফ।
১৮ ডিসেম্বর বিকেলে ইউনিয়নের জয়নগর মাদরাসা মাঠে ভোট চান তিনি। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
খোঁজ নিয়ে জানা যায়, গত ইউপি নির্বাচনে বিএনপি-জামায়াতের মনোনীত প্রার্থী হিসেবে নৌকার বিরুদ্ধে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন আব্দুর রউফ। পরবর্তীতে উপজেলা পর্যায়ের নেতাদের মাধ্যমে আওয়ামী লীগে যোগদানও করেন। তবে এবারের নির্বাচনে নৌকার মনোনয়নের দাবি না করে জামায়াতের সমর্থন নিয়ে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিয়েছেন তিনি।
এছাড়া এ ইউনিয়নে নৌকার প্রার্থী হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শমসের আলী, বিদ্রোহী প্রার্থী সাবেক চেয়ারম্যান গাজী আনিছুজ্জামান আনিচ, জাতিয় পার্টির আনিছুর রহমান, বিএনপি নেতা আব্দুর রশিদ চেয়ারম্যানে পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
স্থানীয় কয়েকজন মেম্বর প্রার্থী জানান, সংসদ নির্বাচনের দিন স্থানীয় নারীদের লাঠিপেটা করে কেন্দ্র ছাড়ার অভিযোগ ছিল চেয়ারম্যান আব্দুর রউফের বিরুদ্ধে। জামায়াত অধ্যুষিত এলাকার ভোটারদের মন থেকে সেই ক্ষত দূর করতে তিনি চার বছর আগের ঘটনার জন্য বারবার দুঃখ প্রকাশ করেন। এ সময় জামায়াত ইসলামীর নাম উচ্চারণ না করলেও বিএনপিসহ সবগুলো দল তার পক্ষে কাজ করছে বলেও দাবি করেন তিনি।
কাশিমাড়ী গ্রামের ভোটার মর্জিনা খাতুন বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা ভোট দিতে লাইন দাঁড়াই। এ সময় আমাদের লাঠিপেটা করে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়। সেই লোক এখন নির্বাচনে জয়ের জন্য আমাদের কাছে ভোট চাইছেন। তার লজ্জা হওয়া উচিত
এ বিষয়ে জানতে আব্দুর রউফের মোবাইল নম্বরে কল করে সাংবাদিক পরিচয় দিতেই তিনি গালিগালাজ করে ফোন কেটে দেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: