কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

আজ শুক্রবার (১১ মার্চ) দুপুর ১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার সৈয়দপুর এলাকায় এই দুর্ঘটনা হয়।

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২
প্রতীকী ছবি

প্রথম নিউজ, কুমিল্লা: কুমিল্লার বুড়িচেং উপজেলায় প্রাইভেটকারের চাপায় এক শিশুসহ দুইজন নিহত হয়েছে। আজ শুক্রবার (১১ মার্চ) দুপুর ১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার সৈয়দপুর এলাকায় এই দুর্ঘটনা হয়। ময়নামতি হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেন। নিহতরা হলো- বুড়িচংয়ের শাহদৌলতপুর গ্রামের রবিউল হোসেন (১৬)ও একই এলাকার ৫ বছরের শিশু মো. আনিস।

স্থানীয়দের জানায়, কয়েকজন শিশু সেলুনে চুল কেটে বাড়ি ফেরার জন্য হেটে মহাসড়ক পার হতে যাচ্ছিল। সে সময় ঢাকামূখি একটি প্রাইভেটকার চাপা দিলে ঘটনাস্থলেই আনিস মারা যায়। হাসপাতালে নেয়ার পথে রবিউলও মারা যায়।’

বুড়িচেং থানার ওসি বলেন, দুর্ঘটনার পর প্রাইভেটকারচালককে আটক করা হয়েছে, বিস্তারিত পরে জানানো হবে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom