টঙ্গীতে শ্রমিক হত্যার বিচার চেয়ে মহাসড়কে মানববন্ধন

প্রথম নিউজ, টঙ্গী (গাজীপুর): গাজীপুরের টঙ্গীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে পোশাকশ্রমিক মাহফুজুর রহমানকে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর কলেজগেট এলাকায় এ কর্মসূচি পালন করে দুটি সংগঠনের সদস্যরা।
প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে ‘টঙ্গী যুব সমাজ’ ও নিরাপদ সড়ক চাই গাজীপুর নামের দুইটি সংগঠনের প্রায় কয়েক’শ সদস্য অংশগ্রহণ করে।পরে টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক বশির উদ্দিনসহ বিএনপির শতাধিক নেতাকর্মীরা মানববন্ধনে যোগ দেন।
মানববন্ধনে যোগ দিয়ে সংগঠন দুটির সদস্য ও বিএনপির নেতাকর্মীরা বলেন, সাধারণ মানুষ রাতে নিরাপদে সড়ক- মহাসড়কে চলাচল করতে পারছেনা। মাহফুজ একজন নিরপরাধ মানুষ। এ সময় মাহফুজুরে হত্যার কারণ ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়।
প্রসঙ্গত,গত বুধবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাহপুর উড়াল সড়ক থেকে টঙ্গী বাজার সেনা কল্যাণভবনগামী সংযোগ সড়কে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পোশাক শ্রমিক মাহফুজুর রহমানের মৃত্যু হয়।