‘টাকার অভাবে’ সেই দিয়াবাতেকে ছেড়ে দিচ্ছে মোহামেডান

প্রথম নিউজ, অনলাইন: প্রায় অর্ধযুগ খেলেছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবে। ১৪ বছর পর ফেডারেশন কাপ এবং গত মৌসুমে প্রথম সাদা-কালোদের ঘরে বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা এনে দিয়েছেন। নতুন মৌসুমে মোহামেডানের সঙ্গে মায়ার বাঁধন ছিন্ন করেছেন মালির ফরোয়ার্ড সুলেমান দিয়াবাতে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ক্লাবের সঙ্গে সম্পর্ক চুকিয়ে ফেলার কথা নিজেই জানিয়েছেন তিনি। দিয়াবাতের কথা, ‘মোহামেডান এবার আমাকে না করে দিয়েছে। বলেছে আমাকে আর দরকার নেই। মোহামেডান ও আমার সম্পর্ক শেষ। সব চুকেবুকে গেল।’
নিজের পরবর্তী গন্তব্য জানা নেই দিয়াবাতের। তিনি বলেন, ‘আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। কোনো সমস্যা নেই। আমার নতুন দল কোনটা হবে, এখনই বলতে পারছি না। তবে কিংসের সঙ্গে কথা হয়নি।’
২০১৯ সালে মোহামেডানে যোগ দিয়েছিলেন তিনি। তারপর থেকে সাদা-কালোদের ‘ঘরের ছেলে’ হয়ে গিয়েছিলেন ৩৪ বছর বয়সি এই ফুটবলার। মোহামেডানের জার্সিতে খেলেছেন শতাধিক (১১২) ম্যাচ। গোল করেছেন ৯৬টি।
বিশেষ করে দুই শিরোপাজয়ী মৌসুমে দিয়াবাতের পারফর্ম্যান্স ছিল অবিস্মরণীয়। ২০২৩ ফেডারেশন কাপ ফাইনালে তো লড়াইটা হয়ে গিয়েছিল তার আর আবাহনীর, একাই ৪ গোল করে মোহামেডানকে রেখেছিলেন ম্যাচে; শেষ পর্যন্ত কাটিয়েছেন ক্লাবের ১৪ বছরের শিরোপাখরাও। এরপর প্রিমিয়ার লিগ যুগে প্রথম শিরোপা যে জিতল মোহামেডান, তাতেও বড় অবদানই ছিল তার। ১৬ ম্যাচ খেলে করেছিলেন ১৯ গোল, বনে গিয়েছিলেন লিগের সর্বোচ্চ গোলদাতা।
সূত্রে জানা গেছে, মোহামেডানের প্রাণভোমরা দিয়াবাতেকে এবার না রাখার অন্যতম কারণ তার উচ্চ পারিশ্রমিক। প্রায় ১২ হাজার ডলার মাসিক বেতন দিতে হতো তাকে। নতুন মৌসুমে যা দেওয়া সম্ভব নয়। ফুটবল কমিটির চেয়ারম্যান পদত্যাগ করেছেন।
অপেক্ষাকৃত কম বাজেটের দল গড়ার দিকে দৃষ্টি তাদের। ক্লাবটির ফুটবল টেকনিক্যাল কমিটির আহ্বায়ক ইমতিয়াজ সুলতান জনি এ প্রসঙ্গে বলেন, ‘দিয়াবাতেকে এবার রাখতে পারছি না বলে আমাদেরও খারাপ লাগছে। ও দলের হয়ে ভালো পারফরম্যান্স করেছে। বয়সসহ নানা কারণে ওকে রাখা হচ্ছে না। তবে আমরা ব্যালেন্সড দল করব। মুজাফফরভসহ অন্যরাও থাকবে।’
মোহামেডান স্পোর্টিং ক্লাব বাংলাদেশ ফুটবল