পাকিস্তানে ৯ যাত্রীকে অপহরণের পর গুলি করে হত্যা

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তানে ৯ জনকে অপহরণ করে খুন করেছে বন্দুকধারীরা। শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছে দেশেটির কর্মকর্তারা। প্রাদেশিক সরকারের মুখপাত্র শহীদ রিন্দ বলেছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় একাধিক বাস থেকে যাত্রীদের অপহরণ করে ওই বন্দুকধারীরা। অন্য এক সরকারি কর্মকর্তা নাভিদ আলম বলেছেন, গুলিবিদ্ধ মৃতদেহগুলো পাহাড়ে পড়ে থাকতে দেখা গেছে। বাসটি বেলুচিস্তান থেকে পাঞ্জাবের উদ্দেশে যাত্রা করে। ধারণা করা হচ্ছে, বেছে বেছে পাঞ্জাবের বাসিন্দাদেরকেই হত্যা করা হয়েছে।
এদিকে ওই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। বলেছেন, নিরীহ মানুষের রক্তের প্রতিশোধ নেয়া হবে। নওয়াজ শরীফ বলেছেন, নিরীহ মানুষদেরকে খুন করা ভারতের মদতপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠীর কাজ। ভারত অবশ্য ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেনি। এছাড়া এখন পর্যন্ত কেউ এ ঘটনার দায় স্বীকার করেনি।
উল্লেখ্য, বিদ্রোহে জড়িত বেশ কয়েকটি গোষ্ঠীর মধ্যে বেলুচ লিবারেশন ফ্রন্ট (বিএলএ) সবচেয়ে শক্তিশালী। যা বছরের পর বছর ধরে আফগানিস্তান ও ইরান সীমান্ত অঞ্চলে কার্যক্রম পরিচালনা করে আসছে। বেলুচ যোদ্ধারা পাকিস্তানের কর্তৃপক্ষের বিরুদ্ধে পাঞ্জাব প্রদেশে ব্যয়ের জন্য তাদের আঞ্চলিক সম্পদ চুরির অভিযোগ করেছে।
সূত্র: আল জাজিরা