কলম্বিয়ায় মাদকবিরোধী অভিযানে নিহত অন্তত ১৫
দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানে নিরাপত্তা বাহিনীর হাতে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন
প্রথম নিউজ, ডেস্ক : দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানে নিরাপত্তা বাহিনীর হাতে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই ক্ল্যান দেল গলফো নামে একটি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) নিরাপত্তা বাহিনীর অভিযানের সময় তারা নিহত হন।
বুধবার (২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। কলম্বিয়ার সামরিক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ক্ল্যান দেল গলফো নামের ওই সন্ত্রাসী গোষ্ঠীটি মাদক পাচার এবং অবৈধ খনি কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট।
গত বছরের অক্টোবরের পর কলম্বিয়ার মাদক কারবারিদের বিরুদ্ধে এবারই প্রথম এতো বড় অভিযান পরিচালনা করলো দেশটির সরকার। ২০২১ সালের অক্টোবরের শেষের দিকে কলম্বিয়ার মাদক সম্রাট ও দেশটির সবচেয়ে বড় অপরাধী চক্রের প্রধান দাইরো আন্তোনিও উসুগাকে আটক দেশটির নিরাপত্তা বাহিনী। অ্যাতোনিয়েল নামেই বেশি পরিচিত এই মাদক ব্যবসায়ীকে সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।
দক্ষিণ আমেরিকার এই দেশটির নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে বলা হচ্ছে, কলম্বিয়ার আন্তিওকুইয়া প্রদেশের ইতুয়াঙ্গো এলাকায় মঙ্গলবার অভিযান পরিচালনা করা হয়। এই এলাকাটি কোকা চাষের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। আর এই কোকাই হচ্ছে কোকেন তৈরির মূল উপাদান।
২০১৬ সালের সেপ্টেম্বরে কলম্বিয়ার বিদ্রোহী গোষ্ঠী রেভ্যুলেশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়ার (ফার্ক) সঙ্গে দেশটির সরকারের একটি শান্তি চুক্তি হয়। চুক্তির শর্ত অনুযায়ী ফার্ককে ভেঙে দেওয়া হয়। এর মাধ্যমে টানা পাঁচ দশক ধরে চলা একটি রক্তাক্ত অধ্যায়ের সমাপ্তি হয়।
শান্তি চুক্তির শর্ত অনুযায়ী, সাবেক এই বিদ্রোহী যোদ্ধাদের একটি অংশ স্বাভাবিক জীবনে ফিরে আসেন। রয়টার্স বলছে, ক্ল্যান দেল গলফো সন্ত্রাসী গোষ্ঠীর বেশিরভাগ সদস্যই শান্তি চুক্তির মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসা কট্টর ডানপন্থি সাবেক এই আধাসামরিক বাহিনীর যোদ্ধা।
কলম্বিয়ার পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ক্ল্যান দেল গলফো সন্ত্রাসী গোষ্ঠীটি আন্তর্জাতিকভাবে কার্যক্রম পরিচালনাকারী পাঁচটি সংগঠনের সঙ্গে কাজ করছে এবং প্রতিমাসে এসব সংগঠনের সহায়তায় ক্ল্যান দেল গলফো ২০ টন কোকেন পাচার করে থাকে।
রয়টার্স বলছে, ক্ল্যান দেল গলফোর প্রায় ১২০০ যোদ্ধা রয়েছে এবং সংগঠনটি ফার্কের বিদ্রোহী যোদ্ধাদের পাশাপাশি বামপন্থি ন্যাশনাল লিবারেশন আর্মির (ইএলএন) গেরিলাদের সঙ্গে মাদক পাচার ও অবৈধ খনি কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে লড়াই চালিয়ে আসছে। তবে মঙ্গলবারের এই অভিযান তাদের জন্য একটি বড় আঘাত।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: