কলকাতায় কারখানায় আগুন, নিয়ন্ত্রণে আসেনি ১৪ ঘণ্টায়ও
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার ট্যাংরার মেহের আলি লেনের চামড়ার গুদামে লাগা আগুন ১৪ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি

প্রথম নিউজ, ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার ট্যাংরার মেহের আলি লেনের চামড়ার গুদামে লাগা আগুন ১৪ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে দমকলবাহিনীর ১৫টি ইউনিট কাজ করছে।
আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, শনিবার (১২ মার্চ) মেহের আলি লেনের একটি চামড়ার কারখানায় আগুন লাগে। সেখানে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় আকাশ ছেয়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দমকলবাহিনী।
তবে কারখানাটি ঘিঞ্জি এলাকায় হওয়ায় দমকলকর্মীদের ভেতরে ঢুকতে সমস্যা হয়। ফলে আগুন নেভাতে হিমশিম খেতে হয় তাদের। এসময় দুজন দমকলকর্মী আহত হন।
এদিকে, ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ তদারকি করছেন দমকলমন্ত্রী সুজিত বসু। তিনি জানান, বর্তমানে দমকলের ১৫টি ইঞ্জিন, সাতটি ওয়াটার জেট আগুন নেভানোর কাজ করছে। কারখানার দোতলার সমান উঁচু দেয়ালে ফাটল ধরেছে। যে কোনো সময় দেয়ালটি ভেঙে পড়তে পারে। কারখানার দেয়ালটি ভেঙে ফেলা হবে।
দমকলমন্ত্রী সুজিত বসু বলেন, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, ওয়েল্ডিংয়ের কাজ চলার সময় আগুনের ফুলকি ছিটকে পড়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews