চীনের উন্নত হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ যুক্তরাষ্ট্রের
‘আমরা যা দেখতে পেয়েছি তা হলো হাইপারসনিক অস্ত্র ব্যবস্থার বড় একটি ইভেন্ট
প্রথম নিউজ, ডেস্ক: চীনের উন্নত মানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সেনা কর্মকর্তা জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি। পেন্টাগনের এই শীর্ষ কর্মকর্তা বুধবার বলেন, অত্যাধুনিক হাইপারসনিক অস্ত্র তৈরি করছে চীন, যার হাত থেকে যুক্তরাষ্ট্রকে রক্ষা করা কঠিন হবে।’ রয়টার্স।
মার্ক মিলি ব্লুমবার্গ টিভিকে বলেন, ‘আমরা যা দেখতে পেয়েছি তা হলো হাইপারসনিক অস্ত্র ব্যবস্থার বড় একটি ইভেন্ট। শীতল যুদ্ধের সময় মহাকাশ নিয়ে যুদ্ধে সোভিয়েত ইউনিয়ন বিজয়ী হতে এমনটাই করেছিল।
আমি নিশ্চিত জানি না এটা স্পুটনিক মোমেন্ট কিনা।’ ১৯৫৭ সালে স্পুটনিক স্যাটেলাইট উৎক্ষেপণ করেছিল সোভিয়েত ইউনিয়ন, যা দেখে বিস্মিত হয় যুক্তরাষ্ট্র।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: