লন্ডনে টিউলিপ সিদ্দিকের গাড়ি ভাঙচুরের অভিযোগ

বাড়ির সামনে পার্ক করে রাখা গাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা

লন্ডনে টিউলিপ সিদ্দিকের গাড়ি ভাঙচুরের অভিযোগ
টিউলিপ

প্রথম নিউজ, ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের গাড়ি ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সময় রোববার তিনি হামলার অভিযোগ করে বলেন, এ ঘটনায় তিনি ভীত নন।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে লন্ডনে তার বাড়ির সামনে পার্ক করে রাখা গাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। টিউলিপ সিদ্দিক জানিয়েছেন, গাড়ির দরজার গ্লাস ভেঙে রাজনৈতিক বার্তা লেখা চিরকুট রেখে গেছে হামলাকারীরা। তবে গাড়ির ভেতরের জিনিসপত্র অক্ষত রয়েছে বলে জানান তিনি। এটি উদ্দেশ্যপ্রণোদিত হামলা বলে মনে করছেন টিউলিপ সিদ্দিক।

ঘটনা জানার পর হাউজ অব কমন্সের স্পিকার লিন্ডসে হোলেসহ লেবার পার্টির শীর্ষ নেতারা তার খোঁজখবর নিয়েছেন।

ব্রিটেনের রয়েল সোসাইটি অব আটর্সের ফেলো টিউলিপ সিদ্দিক ২০১৫ সালে প্রথমবার ব্রিটিশ সংসদ সদস্য নির্বাচিত হন। লন্ডনে জন্ম নেওয়া টিউলিপ ১৬ বছর বয়সে লেবার পার্টির সদস্য হয়ে যুক্ত হন ব্রিটিশ রাজনীতিতে। এমপি নির্বাচিত হওয়ার আগে তিনি ক্যামডেন কাউন্সিলের কাউন্সিলর নির্বাচিত হন। ব্রিটেনের একটি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ড. শফিক সিদ্দিক ও শেখ রেহানা দম্পতির তিন সন্তানের মধ্যে টিউলিপ দ্বিতীয়।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom