Ad0111

পেরুতে পর্যটকবাহী প্লেন বিধ্বস্ত, নিহত সব আরোহী

পেরুর বিখ্যাত পর্যটনস্পট নাজকা লাইনস দেখতে গিয়ে প্রাণ গেলো একদল বিদেশি পর্যটকের

পেরুতে পর্যটকবাহী প্লেন বিধ্বস্ত, নিহত সব আরোহী
প্লেন বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন এর সাত আরোহী

প্রথম নিউজ, ডেস্ক : পেরুর বিখ্যাত পর্যটনস্পট নাজকা লাইনস দেখতে গিয়ে প্রাণ গেলো একদল বিদেশি পর্যটকের। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) নাজকা শহরে একটি ছোট প্লেন বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন এর সাত আরোহী। পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে তিনজন ডাচ পর্যটক, দুজন চিলির নাগরিক এবং দুজন পেরুভিয়ান ক্রু ছিলেন। খবর রয়টার্সের।

পেরুর পরিবহন ও যোগাযোগ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার সেসনা ২০৭ মডেলের হালকা প্লেনটি নাজকা শহরের মারিয়া রিশে বিমানবন্দরের কাছাকাছি বিধ্বস্ত হয়। এতে প্লেনের সব আরোহীই মারা গেছেন। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

নাজকা পুলিশের প্রধান কমান্ডার এডগার এসপিনোজা সাংবাদিকদের জানান, মাটিতে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে প্লেনটিতে আগুন ধরে যায়।

নাজকা লাইনস পেরুর অন্যতম জনপ্রিয় পর্যটনস্পট। ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পাওয়া এলাকাটিতে দুই হাজার বছরের পুরোনো শত শত দানবীয় জিওগ্লিফ রয়েছে। জিওগ্লিফ হচ্ছে মাটির ওপর মানুষের তৈরি একধরনের বিশাল নকশা বা স্থাপনা। এগুলো সাধারণত বালি বা পাথর বসিয়ে অথবা পরিষ্কার করে তৈরি করা হয়।

নাজকার প্রায় ৪০০ বর্গকিলোমিটার এলাকাকে জুড়ে সুরক্ষিত অঞ্চলটিতে প্রতি বছর বহু পর্যটক আকর্ষণীয় জিওগ্লিফ দেখতে যান। দানবীয় আকার বোঝার সুবিধার্থে পর্যটকদের প্লেনে চড়িয়ে সেগুলো দেখানো হয়।

নিহতদের বিষয়ে তাৎক্ষণিকভাবে ডাচ ও চিলিয়ান কর্তৃপক্ষের মন্তব্য জানা যায়নি।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

This site uses cookies. By continuing to browse the site you are agreeing to our use of cookies & privacy Policy from www.prothom.news