১০ হাজার ডলারের বেশি নিয়ে দেশ ছাড়া যাবে না : পুতিন

রাশিয়ার নাগরিকরা এখন থেকে ১০ হাজার মার্কিন ডলারের বেশি অর্থ নিয়ে দেশ ছাড়তে পারবেন না

 ১০ হাজার ডলারের বেশি নিয়ে দেশ ছাড়া যাবে না : পুতিন
১০ হাজার ডলারের বেশি নিয়ে দেশ ছাড়া যাবে না : পুতিন -প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : রাশিয়ার নাগরিকরা এখন থেকে ১০ হাজার মার্কিন ডলারের বেশি অর্থ নিয়ে দেশ ছাড়তে পারবেন না। মঙ্গলবার এক ডিক্রি জারি করে এ ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।   

আজ বুধবার থেকেই এ নির্দেশনা কার্যকর হয়েছে। 

রাশিয়ার ইউক্রেনে হামলার জবাবে পশ্চিমা দেশগুলোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের পর এমন সিদ্ধান্ত এল।  

এদিকে ইউক্রেনে রুশ হামলা ষষ্ঠ দিনে গড়িয়েছে আজ। এ হামলা শুরুর পর জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে নানামুখী উদ্যোগের পরেও বিশ্ববাজারে মূল্য আরেক দফা বেড়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্য এখন ব্যারেল প্রতি ১১০ ডলারে দাঁড়িয়েছে। 
পশ্চিমা দেশগুলোর তরফ থেকে রাশিয়ার ওপর নানাভাবে নিষেধাজ্ঞা আরোপের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় বিশ্বখ্যাত ব্র্যান্ড নাইকি রাশিয়ার কাছে পণ্য বিক্রি বন্ধ করে দিয়েছে। 

এদিকে রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের পতন হয়েছে রুশ সেনাদের হাতে। স্থানীয় সময় বুধবার ভোর ৬টায় পতন হয় খারকিভের।  

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom