অগ্নিঝরা মার্চে দ্রব্যের বাজার আগুন: গণফোরাম

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও তেল-গ্যাসসহ পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিলে তারা এ অ‌ভি‌যোগ ক‌রেন।   

অগ্নিঝরা মার্চে দ্রব্যের বাজার আগুন: গণফোরাম
ব্যমূল্যের ঊর্ধ্বগতি ও তেল-গ্যাসসহ পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণফোরামে বিক্ষোভ মিছিল

প্রথম নিউজ, ঢাকা: অগ্নিঝরা মার্চ মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারে আগুন লেগেছে ব‌লে অ‌ভি‌যোগ ক‌রে‌ছে গণফোরামের নেতাকর্মীরা। আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও তেল-গ্যাসসহ পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিলে তারা এ অ‌ভি‌যোগ ক‌রেন।
  
সমাবেশে গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী বলেন, অগ্নিঝরা মার্চে আগুন লেগেছে নিত্যপ্রয়োজনীয় বাজারে। সরকার আগুন লাগিয়ে দিয়েছে আমার জিনিসপত্র, আমার তেলে। আজকে যিনি ক্ষমতায় বসে আছেন তিনি কথায় কথায় বলেন আমি বঙ্গবন্ধুর কন্যা। কিন্তু এখন যে আগুন লাগিয়ে দিয়েছেন মানুষের পেটে, পকেটে। সেই আগুন নেভানোর কোনো সদস্য আপনার নাই। কারণ আপনি কতগুলো ছাগল দিয়ে রাষ্ট্র পরিচালনা করছেন। এই ছাগল দিয়ে জমি চাষ হবে না। বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন ছাগল দিয়ে হবে না।

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে সুব্রত চৌধুরী বলেন, আপনার আশেপাশে অনেক ছাগল আছে। পুরো বাংলাদেশকে আপনি দুর্বৃত্তায়িত শাসনে পরিণত করেছেন। আপনার কাছ থেকে জনগণ আর কোন কিছু আশা করে না। সুতরাং আপনি ক্ষমতা ছেড়ে দেন। আপনার প্রতারণার শিকার ২০১৮ সালে আমরা হয়েছি। আপনি শপথ নিয়েছিলেন নিরপেক্ষ নির্বাচন দেবেন। 

দলের সভাপতি মোস্তফা মহসিন মন্টু বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আজ কোথায় গিয়ে পৌঁছেছে। পানি, গ্যাস, বিদ্যুৎ সব কিছুর মূল্য বৃদ্ধি করেছে এই সরকার। কিন্তু এদেশের কৃষক তার উৎপাদনকৃত দ্রব্যের মূল্য অর্ধেকও পায় না। সে মাঠ  থেকে যেটা বিক্রি করে তার ১৪ গুন বেশি দাম দিয়ে বাজার থেকে একই পণ্য কিনতে হয়। মাঝ খানে কয়েকটি গোষ্ঠী দুর্নীতি ও চাঁদাবাজি করে এই দ্রব্য মূল্য বৃদ্ধি করে দেয়। আজকের সরকারের নিয়ন্ত্রণ নেই বলে এই জিনিসগুলো ঘটছে।

তিনি বলেন, এমন কোন সেক্টর নেই যেটা দুর্নীতি গ্রস্থ হয়নি। এই সরকার কিছু ঊর্ধ্বতন কর্মকর্তাকে লেলিয়ে দিয়েছে জনগণের সম্পদ লোপাট করার জন্য। এ সময় তিনি আগামী জাতীয় নির্বাচনে নির্দলীয় সরকারের দাবি করেন।সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল প্রেসক্লাব থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom