সামি-রুবেলের মৃত্যুতে মোহামেডান ক্লাবের শোক

সামিউর রহমান সামি ও মোশাররফ হোসেন রুবেলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে মোহামেডান স্পোর্টিং লিমিটেড

 সামি-রুবেলের মৃত্যুতে মোহামেডান ক্লাবের শোক
সামি-রুবেলের মৃত্যুতে মোহামেডান ক্লাবের শোক-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক:  জাতীয় দলের সাবেক দুই ক্রিকেটার পেসার সামিউর রহমান সামি ও স্পিনার মোশাররফ হোসেন রুবেলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে মোহামেডান স্পোর্টিং লিমিটেড। এই দুই ক্রিকেটারই ক্লাব ক্রিকেটে মোহামেডানের হয়ে খেলেছেন। 

এক শোক বার্তায় মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান বলেন, ‘মৃত্যু অবধারিত। এর থেকে বাঁচার কোনো উপায় নেই। সবাইকে একদিন, না একদিন যেতে  হবে। কিন্তু একই দিন দুই ক্রিকেটার সামিউর রহমান সামি ও মোশাররফ হোসেন রুবেলের মৃত্যু ক্রীড়াঙ্গণের জন্য গভীর বেদনার। আমি দুই ক্রিকেটারের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গবীর সমবেদনা জানাচ্ছি।’ 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom