পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যা সিসিটিভি ফুটেজ সংগ্রহ, গ্রেপ্তার ৪

পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যা সিসিটিভি ফুটেজ সংগ্রহ, গ্রেপ্তার ৪

প্রথম নিউজ, অনলাইন: রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) নামের এক ব্যক্তিকে নৃশংসভাবে হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি)  তরফে এ তথ্য জানানো হয়। চারজনের মধ্যে মাহমুদুল হাসান মহিন (৪১) ও তারেক রহমান রবিন (২২) নামের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারেক রহমান রবিনের কাছ থেকে একটি বিদেশি পিস্তলও উদ্ধার করা হয়েছে। বাকি দুই আসামিকে র‌্যাব গ্রেপ্তার করেছে মর্মে পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। যদিও তাদের নামপরিচয় উল্লেখ করা হয়নি।

বুধবারের ওই হত্যাকাণ্ডের বিষয়ে ডিএমপি জানায়, মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে পাকা রাস্তার ওপর লাল চাঁদ ওরফে সোহাগকে হত্যার ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেছেন। আসামিদের ধরতে পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে।

প্রাথমিকভাবে জানা গেছে, ব্যবসায়িক দ্বন্দ্ব এবং পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা সংঘটিত হয়। এর প্রকৃত কারণ অনুসন্ধানে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।