প্রয়াত দুই বিএনপি নেতার পরিবারে তারেক রহমানের আর্থিক সহায়তা

প্রয়াত দুই বিএনপি নেতার পরিবারে তারেক রহমানের আর্থিক সহায়তা

প্রথম নিউজ, অনলাইন: ঢাকার দোহারে বিএনপি নেতা হারুন-অর-রশিদকে গুলি করে ও কুপিয়ে হত্যা এবং নবাবগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেনের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটে।তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আর্থিক সহায়তা প্রদান করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

শুক্রবার (১১ জুলাই) দুপুরে নবাবগঞ্জ উপজেলার মৃধাকান্দা এলাকায় প্রয়াত যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেনের বাড়িতে এবং দুপুর আড়াইটার দিকে দোহারের নয়াবাড়ীতে হারুন-অর-রশিদ মাস্টারের বাড়িতে গিয়ে দলের কেন্দ্রীয় নেতারা পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। জানা য়ায, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পাঠানো দুই লাখ টাকা ও দেশীয় ফল ওই দুই পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়। 

এতে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মোন্না, জ্যেষ্ঠ সহ-সভাপতি রেজাউল করিম পল, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, ঢাকা জেলা যুবদলের জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেন মাসুম, সাধারণ সম্পাদক আইয়ুব খান, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, নবাবগঞ্জ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক খন্দকার মাহমুদ আরশীন প্রমুখ।