বরিশালে ছাত্রদলের মিছিলে পুলিশের বাধা

আজ রোববার বেলা ১১টার দিকে অশ্বিনী কুমার হল সংলগ্ন সদররোডে এ ঘটনা ঘটে।

বরিশালে ছাত্রদলের মিছিলে পুলিশের বাধা
ছাত্রদলের মিছিলে পুলিশের বাধা

প্রথম নিউজ,বরিশাল: বরিশালে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। এ সময় তাদের ব্যানার কেড়ে নেওয়ারও অভিযোগ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। আজ রোববার বেলা ১১টার দিকে অশ্বিনী কুমার হল সংলগ্ন সদররোডে এ ঘটনা ঘটে।

ছাত্রদল নেতাদের অভিযোগ, তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বাড়ার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১টার দিকে বরিশাল জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে অশ্বিনী কুমার হল সংলগ্ন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শুরুর আগে নগরীর বিভিন্ন ওয়ার্ড ও মহল্লা থেকে ছাত্রদলের খণ্ড খণ্ড মিছিল আসতে থাকে। মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে প্রবেশের চেষ্টা করলে সদররোডে পুলিশ বাধা দেয়।

তারা আরও বলেন, একাধিক মিছিলের ব্যানার কেড়ে নেওয়া হয়। পুলিশ ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে পুলিশের বাঁধা উপেক্ষা করেই নেতাকর্মীরা অশ্বিনী কুমার হল চত্বরে সমাবেশে যোগ দেন। মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির বলেন, পুলিশ ছাত্রদলের সমাবেশ পণ্ড করতে নানাভাবে চেষ্টা করেছে। মিছিলে বাধা ও সমাবেশস্থলে ঢুকতে নেতাকর্মীদের বাধা দেয়। টানা-হেচড়া করে তারা ব্যানার কেড়ে নেয়। তবে বাধা উপেক্ষা করেই বিপুল সংখ্যক নেতাকর্মী সমাবেশে যোগ দেয়।

এদিকে ছাত্রদলের কেন্দ্রীয় সহ সভাপতি ও বরিশাল বিভাগীয় টিম প্রধান হাফিজুর রহমান হাফিজ সমাবেশে প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান টিপু ও মাকসুদুর রহমান মাকসুদ। মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রণির সভাপতিত্বে সমাবেশে আরও বক্তৃতা করেন মহানগরের সাধারণ সম্পাদক হুমাউন কবির, সহ-সভাপতি মো. জসিম উদ্দিন তালুকদার, জেলা সভাপতি মাহফুজুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক কামরুল আহসান, ছাত্রদল নেতা তারেক আল এমরান, মো. সোহেল রাঢ়ি, সবুজ অকন, জাহিদুল ইসলাম, রুবেল হোসেন, রুবেল গোমস্তা প্রমুখ। 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom