তিন জেলায় ৩ যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার
তিনজনের শরীরেই আঘাত ও কোপানোর চিহ্ন রয়েছে।
প্রথম নিউজ ডেস্ক: ঝিনাইদহ, কুষ্টিয়া ও টাঙ্গাইলে তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনজনের শরীরেই আঘাত ও কোপানোর চিহ্ন রয়েছে।
আজ বুধবার সকাল ও দুপুরে এসব মরদেহ উদ্ধার করা হয়। ঝিনাইদহের কোটচাঁদপুরে রিয়াদ হোসেন (২০) নামে এক যুবককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। বুধবার দুপুরে কোটচাঁদপুর থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
নিহত রিয়াদ এলাঙ্গী ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের সলেমান হোসেন খা’র ছেলে। রিয়াদ তাদের নিজেদের রাইস মিলে কাজ করতেন।
স্থানীয়দের বরাত দিয়ে কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দীন, মঙ্গলবার রাতে মিলের কাজ শেষে বেরিয়ে যান রিয়াদ। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। বুধবার দুপুর ১২টার দিকে কপোতাক্ষ নদের বাগডাঙ্গা এলাকায় একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।
এদিকে টাঙ্গাইলের মির্জাপুরে গোলাম রাব্বি (২৪) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে খবর পেয়ে পুলিশ উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের ভাতগ্রাম পশ্চিমপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে। রাব্বি পেশায় অটোরিকসা চালক। হত্যার পর দুর্বৃত্তরা তার অটোরিকশা নিয়ে গেছে বলে জানা গেছে।
মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মজিবুর রহমান বলেন, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে যাত্রীবেশে তিনজন অটোরিকশা ভাড়া করে বলে ধারণা করা হচ্ছে। তারা নির্জন এলাকায় তাকে হত্যার পর রিকশা নিয়ে পালিয়ে গেছে।
এছাড়া কুষ্টিয়া শহরের মিলপাড়ায় গড়াই নদীর ধারে নির্মাণাধীন ইকো পার্ক থেকে সবুজ মণ্ডল (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে ক্ষতবিক্ষত মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত সবুজ মন্ডল শহরের পূর্বমিলপাড়া এলাকার হায়দার আলীর ছেলে ও স্থানীয় একটি তিলের খাজা কারখানার শ্রমিক ছিলেন।
নিহতের বাবা হায়দার আলী জানান, মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাতে কারখানায় কাজে যাওয়ার পরে সবুজ আর বাড়ি ফেরেনি। পরে রাত একটার দিকে কারখানা থেকে অজ্ঞাত একজন সবুজকে ডেকে নিয়ে যায়।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহতের মাথা ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: