কুষ্টিয়ায় মা-ছেলের লাশ উদ্ধার

কুষ্টিয়ায় মা-ছেলের লাশ উদ্ধার

প্রথম নিউজ, কুষ্টিয়া : কুষ্টিয়া শহরের থানাপাড়া পুরাতন বাঁধ এলাকার নিজ বাড়ি থেকে আকলিমা খাতুন (৩৫) ও তার ছেলে জিম (২) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আকলিমার স্বামীর দেয়া তথ্যমতে, আজ বুধবার সকালে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে। আকলিমা খাতুন কুষ্টিয়া শহরের থানাপাড়া পুরাতন বাঁধ এলাকার অটোরিকশা চালক রতনের স্ত্রী।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বিরুল ইসলাম জানান, স্বামী রতনের দেয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে আকলিমা খাতুন ও দুই বছরের ছেলে জিমের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। পারিবারিক কলহের কারণে ছেলেকে হত্যার পর মা আকলিমা খাতুন আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন এই পুলিশ কর্মকর্তা। আকলিমা খাতুন একজন মানসিক প্রতিবন্ধী ছিলেন বলেও পুলিশ জানিয়েছে।