স্ত্রীকে কুপিয়ে স্বামীর বিষপান
প্রথম নিউজ, নাটোর : নাটোরে পারিবাহিক কলহের জেরে স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন এক স্বামী। তাদের দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ঋষি নওগাঁ গ্রামে এ ঘটনার পর দুজনকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। এদিকে শারীরিক পরিস্থিতির অবনতি হলে রাসুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এলাকাবাসী জানায়, দীর্ঘদিন থেকেই সাংসারিক নানা কারণে স্ত্রী রাশিদা বেগম রাসুর সাথে স্বামী হাসান আলীর মনোমালিন্য চলছিল। সকাল সাড়ে ১০ টার দিকে তারই জেরে ঝগড়া লাগে। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে হাসান আলীকে স্ত্রী ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে চলে যায়। স্থানীয়রা স্ত্রীর চিৎকারে এসে উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করে। এদিকে বেলা ১২টার দিকে হাসানকে গ্রামের পাশের একটি শিমুল গাছের ঔষধী বাগানে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী।
তার পাশ থেকে বিষের বোতলও উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারণা, সে বিষপানে আত্মহত্যা করতে চেয়েছিল। পড়ে স্থানীয়রা উদ্ধার করে তাকেও নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে দুজনেরই অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে চিকিৎসক।
এ ব্যাপারে নাটোর সদর থানার ভারপ্রাপপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে বিস্তারিত জানানো যাবে।