কুকুরের কামড়ে সেই ভাইরাল ব্যাংক কর্মকর্তাসহ আহত ৪
ব্যাংক কর্মকর্তা ছাড়াও আহত চারজন হলেন- নগরকান্দা বাজারের ব্যবসায়ী গোলাম মোস্তফা মিয়া (৪৮), মধ্যচরদিয়া গ্রামের সিনথিয়া (১৬), নুর ইসলাম (৫৩) ও মিরাকান্দা গ্রামের টিটুল (৩০)।
প্রথম নিউজ, ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দায় পাগলা কুকুরের কামড়ে আহত হয়েছেন নেচে ভাইরাল হওয়া সেই অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা নলিনী রঞ্জন বিশ্বাসসহ (৬৫) পাঁচজন। আজ মঙ্গলবার (১৫ মার্চ) সকাল ৮টা থেকে ১০টার মধ্যে এ ঘটনা ঘটে। ব্যাংক কর্মকর্তা ছাড়াও আহত চারজন হলেন- নগরকান্দা বাজারের ব্যবসায়ী গোলাম মোস্তফা মিয়া (৪৮), মধ্যচরদিয়া গ্রামের সিনথিয়া (১৬), নুর ইসলাম (৫৩) ও মিরাকান্দা গ্রামের টিটুল (৩০)।
স্থানীয়রা জানান, নগরকান্দা পৌরসভায় পাগলা কুকুরের যন্ত্রণায় মানুষ দিশেহারা। মঙ্গলবার সকালে বাইরে হাঁটার সময় অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা বাবু নলিনী রঞ্জন বিশ্বাস ও ব্যবসায়ী গোলাম মোস্তফা মিয়াকে হঠাৎ করে কয়েকটি কুকুর কামড়ে জখম করে। এছাড়া অন্যদের নগরকান্দা পৌর সদরের বিভিন্ন জায়গায় কামড়ে জখম করে।
নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. ফারজানা বলেন, সকাল সাড়ে ৮টা থেকে কুকুরের কামড়ে আহত রোগীরা হাসপাতালে চিকিৎসার জন্য আসেন। বেলা ১১টা পর্যন্ত মোট পাঁচজন রোগীকে চিকিৎসা দেওয়া হয়। চারজনের শরীরের বিভিন্ন জায়গায় চার-পাঁচটা করে কামড়ের দাগ দেখা যায়। তবে বাবু নলিনী রঞ্জনের হাতে পায়েসহ প্রায় ৮ থেকে ১০টি কামড়ের দাগ দেখা যায়। প্রত্যেকেই চিকিৎসা শেষে বাড়িতে ফিরে গেছেন। এ ব্যাপারে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. ইফতেখার আজাদ বলেন, কুকুরের ভেকসিন হাসপাতালে থাকে না। বাইরে থেকে কিনতে হয়। স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি রেখে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে আহত লিটন বুক সেন্টারের পরিচালক গোলাম মোস্তফা মিয়া বলেন, ‘সকাল ৮টার সময় ব্যাংক কর্মকর্তা নলিনী বাবু ও আমাকে পাগলা কুকুরে কামড়ে আহত করে। হাসপাতাল থেকে ভেকসিন নিয়ে এসেছি। নলিনী বাবুর শরীরের বিভিন্ন জায়গায় জখম হয়েছে। আমার একটু কম। আহত অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা বাবু নলিনী রঞ্জন বিশ্বাস মোবাইল ফোনে বলেন, ‘আমি নগরকান্দা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে বসবাস করি। এ এলাকায় কুকুরের উপদ্রব বাড়ায় আমরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি। মঙ্গলবার সকালে আমিসহ এলাকার কয়েকজন কুকুরের কামড়ে আহত হয়েছি। এর আগেও এলাকার অনেকেই কুকুরের কামড়ে আহত হয়েছেন।
নগরকান্দা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাকির হোসেন জাকারিয়া বলেন, এ ওয়ার্ডের কয়েকজন কুকুরের কামড়ে আহত হয়েছে বলে জানতে পেরেছি। বিষয়টি আমি পৌর কর্তৃপক্ষকেও জানিয়েছি। এ বিষয়ে নগরকান্দা পৌরসভার মেয়র নিমাই চন্দ্র সরকার বলেন, কথা সঠিক। হঠাৎ করে কুকুরের উপদ্রব বেড়ে গেছে। অনেক মানুষকে কামড়েছে। দ্রুত সময়ের মধ্যে এর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ফরিদপুরের নগরকান্দা সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা নলিনী রঞ্জন বিশ্বাসের নাচের ভিডিও ভাইরাল হয়। বুধবার (৯ মার্চ) দুপুরে ওই ব্যাংকে নেচে সবাইকে বিনোদন দেন এ ব্যাংক কর্মকর্তা। মুহূর্তে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।