সিরাজগঞ্জে বাসচাপায় অটোভ্যানের ৫ যাত্রী নিহত
এসময় আহত হয়েছেন আরও ১৫ জন।

প্রথম নিউজ,সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস উল্টে অটোভ্যানের ওপর পড়ে নারীসহ ৫ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১৫ জন। আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার সলঙ্গার গোঁজা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ন্যাশনাল ট্রাভেলসের যাত্রীবাহী একটি বাস রাজশাহী থেকে ঢাকা যাবার পথে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের নিয়ন্ত্রণ হারায়। সড়কের গোঁজা ব্রিজ এলাকায় পৌঁছালে বাসটি ছিটকে পড়ে একটি অটোভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ভ্যানে থাকা এক নারীসহ চারজন মারা যান।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, ‘এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিক তাদের পরিচয় পাওয়া যায়নি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: