চট্টগ্রামে গাড়ির ধাক্কায় পুলিশ সদস্য নিহত
ঘটনার পরপর গাড়িটি জব্দ করা হয়েছে। গাড়ির চালককে আটক করা হয়েছে।
প্রথম নিউজ, চট্টগ্রাম: চট্টগ্রামের কোতোয়ালী থানার হেমসেন লেন এলাকায় গাড়ির ধাক্কায় আহত হয়ে সেতু মিত্র তালুকদার (৩০) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন।
নিহত সেতু মিত্র তালুকদার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি জেলার রাঙ্গুনিয়া উপজেলায়। নিহত সেতু মিত্র ২০১১ সালে পুলিশ বাহিনীতে যোগদান করেন।
পুলিশ কর্মকর্তা নেজাম উদ্দিন বলেন, সন্ধ্যা পৌনে ৬টার দিকে হেমসেন লেন এলাকায় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন সেতু মিত্র। এ সময় একটি ব্যক্তিগত গাড়ি তাকে ধাক্কা দেয়। স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৭টার দিকে তার মৃত্যু হয়।
তিনি বলেন, ঘটনার পরপর গাড়িটি জব্দ করা হয়েছে। গাড়ির চালককে আটক করা হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: