দৃষ্টিপ্রতিবন্ধীর কণ্ঠে নিজের গান শুনে যে আবেগঘন স্ট্যাটাস দিলেন আসিফ

বাংলা সংগীতের যুবরাজ খ্যাত শিল্পী আসিফ আকবারের গাওয়া ‘সবুজের বুকে লাল’ গানে শ্রেণিকক্ষ মাতিয়ে তোলেন তিনি।

দৃষ্টিপ্রতিবন্ধীর কণ্ঠে নিজের গান শুনে যে আবেগঘন স্ট্যাটাস দিলেন আসিফ
দৃষ্টিপ্রতিবন্ধীর কণ্ঠে নিজের গান শুনে যে আবেগঘন স্ট্যাটাস দিলেন আসিফ

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: ক্লাসে হাত দিয়ে বেঞ্চ বাজিয়ে বন্ধুদের সঙ্গে গান গাইছেন দৃষ্টিপ্রতিবন্ধী সাকিব। বাংলা সংগীতের যুবরাজ খ্যাত শিল্পী আসিফ আকবারের গাওয়া ‘সবুজের বুকে লাল’ গানে শ্রেণিকক্ষ মাতিয়ে তোলেন তিনি। গানটি ‘লাল সবুজ’ সিনেমার। সাকিব ঢাকা কলেজের ২৩ ব্যাচের ছাত্র। মেধাবী এই শিক্ষার্থীর কণ্ঠে নিজের গাওয়া গান রোববার নজরে আসে আসিফের। গানটি শোনার পর আবেগাপ্লুত হয়ে পড়েন এই গায়ক।

এদিন সাকিবের গানের ভিডিওটি নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে পোস্ট করে দীর্ঘ একটি স্ট্যাটাস দেন আসিফ। তিনি লেখেন- ‘ঢাকা কলেজের ২৩ ব্যাচের মেধাবী ছাত্র সাকিব। আল্লাহ তাকে চোখের দৃষ্টি দেননি ঠিকই, মনের সৌন্দর্য দিয়েছেন উজাড় করে। কণ্ঠে দিয়েছেন অসীম শক্তি, বুকে দিয়েছেন টুইটুম্বুর দেশপ্রেম।’ তিনি লেখেন- ‘শ্রদ্ধেয় মিল্টন খন্দকার ভাইয়ের কথা ও সুরে গানটি গেয়েছিলাম লাল সবুজ সিনেমার জন্য। সংগীতায়োজন করেছেন আজমীর বাবু ভাই। আজ সাকিবের কণ্ঠে সবুজের বুকে লাল গানটা শুনে খুব আপ্লুত হলাম, আবেগী হয়ে গেলাম।’

এরপরই সাকিবকে নিয়ে আসিফ লেখেন- ‘আমি সাকিবকে চিনি না, আমার সন্তানের বয়সী ছেলেটির গায়কীর উত্তেজনায় বাকরুদ্ধ হয়েছি। সে আমার চেয়ে শক্তিশালী গায়কী দিয়েছে, এ শক্তি তার মনের গহীন থেকে বের হয়েছে, কারণ সে দেশপ্রিমক। সাকিব তোমার জন্য ভালোবাসা অবিরাম।’

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: