বান্দ্রার বিলাসবহুল ফ্ল্যাট ভাড়া দিলেন সালমান, ভাড়া কত জানেন?
বলিউডের অন্যতম জনপ্রিয় ও ধনী অভিনেতা সলমান খান
প্রথম নিউজ, ডেস্ক : বলিউডের অন্যতম জনপ্রিয় ও ধনী অভিনেতা সলমান খান। এতো বছর ধরে ইন্ডাস্ট্রিতে অভিনয়, ব্র্যান্ড এনডোর্সমেন্ট, নিজস্ব ব্র্যান্ড সব মিলিয়ে সলমানের যা সঞ্চয়, তাতে স্পষ্ট যে তার সম্পত্তির পরিমাণও বেশ ঈর্ষণীয়। সম্প্রতি এক রিপোর্ট থেকে জানা যাচ্ছে, মুম্বাইয়ের বান্দ্রায় বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ভাড়া দিয়েছেন সলমান।
বান্দ্রায় শিব আস্থান হাইটসে তার এই অ্যাপার্টমেন্ট। জানা গেছে, প্রতি মাসে ৯৫ হাজার টাকায় এ বাড়ি ভাড়া দিচ্ছেন সলমান খান। বহুতলের ১৪তলায় রয়েছে সলমানের এই ফ্ল্যাট। ফ্ল্যাটটি ৭৫৮ বর্গফুটের। ৬ ডিসেম্বর এ ফ্ল্যাটের রেজিস্ট্রেশন করেছেন সলমান। যে ব্যক্তি ভাড়া নিয়েছেন তিনি ৩৩ মাসের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানা যাচ্ছে। ২.৮৫ লক্ষ টাকা জমা দিয়ে এই ফ্ল্যাট ভাড়া নিয়েছেন তিনি।
শুধু সলমানই নয়। সম্প্রতি মুম্বাইতে একটি ফ্ল্যাট ভাড়া দিয়েছেন অভিনেতা অমিতাভ বচ্চনও। বিগবির এই ফ্ল্যাট ভাড়ায় নিয়েছেন অভিনেত্রী কৃতী স্যানন। প্রতি মাসে ১০ লাখ টাকা দিচ্ছেন অভিনেত্রী। ৬০ লক্ষ টাকা জমা রেখেছেন কৃতী।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: